অনলাইনে ক্লাস করতে হলে সেরা ৩টি শর্তবলি জানুন

অনলাইনে ক্লাস করতে হলে সেরা ৩টি শর্তবলি সম্পর্কে জেনে রাখুন

আমাদের মধ্যে অনেক ছাত্রছাত্রী অনলাইনে ক্লাস করে থাকে। কোনো ছাত্র অনলাইনে ক্লাস করা সুবিধা সঠিক ভাবে নিতে পারে আবার কেউ পারে না।

তবে বেশির ভাগ ছাত্রই অনলাইনে ক্লাস করা সুবিধা নিতে পারে না। ছাত্রদের জীবনে সফল হতে হলে অনলাইনে ক্লাস করার সময় কিছু শর্ত মানা জরুলী।

ক্লাস করতে হলে
বর্তমানে অনলাইন ক্লাস এর প্রচলন অধিক হারে বৃদ্ধি পেয়েছে। আর তার একটি মাত্র মূল কারণ হচ্ছে করোনার মহামারী। এই মহামারিতে সকলে ঘর বন্দী হয়ে পরেছে বলে শিক্ষা কার্যক্রম পরিচালনা করার জন্য অনলাইনের মাধ্যমে শিক্ষক এবং শিক্ষার্থীদের মধ্যে সুসম্পর্ক বজায় রয়েছে। তবে শুধু করোনা মহামারীর জন্য অনলাইনে ক্লাস হয় এমন কোনো বিষয় নয়। সরাসরি উপস্থিত হতে না পেরে যে কোন কারণবশত ভার্চুয়াল ভাবে যে কোন বিষয় নিয়ে আলোচনা বা ক্লাস করানোকে অনলাইন ক্লাস হিসেবে গন্য করা হয়।

 

অনলাইন ক্লাস কী ?

ফেন্ড আমরা প্রায় সকলেই জানি অনলাইন ক্লাস বলতে কী বোঝায়। অনলাইনের মাধ্যমে অর্থাৎ আধুনিক পদ্ধতিতে যেই ক্লাস করা হয় তাকে অনলাইন ক্লাস বলে।

 

অনলাইন ক্লাস কিভাবে করবো

ফেন্ড অনলাইন ক্লাস অনেক ভাবেই আমরা করতে পারি। অনলাইন ক্লাস করার জন্য বিভিন্ন সাইট রয়েছে অথবা মাধ্যম রয়েছে যেমনঃ গুগল জুম, ইউটিউব, ফেসবুক গ্রুপ, পেজ ইত্যাদি।

 

আজকের এই প্রতিবেদনের মাধ্যমে সেই শর্তবলি সম্পর্কেই আলো চনা করা হবে। এই প্রতিবেদন থেকে হয়তো আপনি আপনার জীবনে সফল ছাত্রদের গুণাবলি ধারণ করতে পারবেন।

তাই প্রতিবেদনটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়ার জন্য অনুরোধ থাকবে। তাহলে চলুন জেনে নেওয়া যাক অনলাইনে ক্লাস করে ছাত্রদের সফল হওয়ার কিছু শর্তবলি।

 

অনলাইনে ক্লাস করতে হলে সেরা ৩টি শর্তবলি

১. অন্যের থেকে বেশি জানুন

২. অন্যের থেকে বেশি কাজ করুন

৩. অন্যের থেকে বেশি পড়ুন

 

অনলাইনে হোক আর অফলাইনে হোক, ক্লাস করতে হলে আপনাকে বিষয়গুলো জেনে নিতে হবেই। ছাত্র হিসেবে অনলাইনে ক্লাস করে সফল হতে হলে এই তিনটি বিষয় আপনার মধ্যে থাকতে হবে।

তা নাহলে আপনি ছাত্র হিসেবে সফল হতে পারবেন না। নিচে ছাত্রদের অনলাইনে ক্লাস করে সফল হওয়ার শর্ত সম্পর্কে সংক্ষেপে বর্ণনা করা হলো।

 

১. অন্যের থেকে বেশি জানুন

অনলাইনে ক্লাস করতে হলে অবশ্যই আপনাকে অন্যের থেকে বেশি জানতে হবে। আমরা সকলেই জানি পড়াশোনার বিষয়ে জানার কোনো শেষ নেই । যে কোনো বিষয় সম্পর্কে যেকোনো বই থেকে জ্ঞান সংগ্রহ করতে পারেন আপনি।

অনলইনে ক্লাস করাতে হলে বা অন্যের থেকে ভালো ফলাফল করতে হলে আপনাকে অন্যের চেয়ে আপনার মধ্যে বেশি জ্ঞান থাকতে হবে।

তাই জীবনে সফল হতে হলে অন্যের চেয়ে বেশি জানাটা অনেক গুরুত্বপূর্ণ।

 

আর আপনি যদি ভালো ছাত্র হন তাহলে অনলাইনে ক্লাসের সময় আপনি শিক্ষকের নজরে থাকবেন। সাধারণত শিক্ষকরা ভালো ছাত্রদের বেশি গুরুত্ব দিয়ে থাকে। তাই অনলাইনে ক্লাস করার জন্য এই শর্তটি আপনাকে অবশ্যই মানতে হবে।

তাই বলা যেতেই পারে অন্যের থেকে বেশি জানুন শিক্ষকের নজরে থাকুন।

আরো পড়ুন >> অন্যের থেকে বেশি জানা যায কিভাবে ?

 

২. অন্যের থেকে বেশি কাজ করুন

অফলাইনে ক্লাস করতে হলেও অন্যের থেকে বেশি কাজ করতে হবে এবং বেশি পড়াশোনা করতে হবে। আমাদের দেশের বেশিরভাগ ছাত্রদের কাজের মধ্যে কোনো দক্ষতা নেই কিন্তু কথার মধ্যে অনেক দক্ষতা রয়েছে।

এই অ্যাসটি বাদ দিয়ে নতুন করে শর্ত নিজের মধ্যে গড়ে তুলুন।

সেই শর্তটি হলো অন্য সকল শিক্ষার্থীর থেকে নিজের বেশি বেশি কাজ করে প্রমান করুন।

আপনার ভেতরের ইচ্ছা শক্তিকে জাগিয়ে তুলুন।

অনলাইনে ক্লাস করে ভালো ফলাফল পেতে হলে বেশি বেশি পড়াশোনার পাশাপাশি অন্যের থেকে বেশি কাজ করতে হবে পড়াশোনা বিষয়ে।

 

৩. অন্যের থেকে বেশি পড়ুন

এই বিষয়টি অনলাইনে ক্লাস করার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ একটি শর্ত।

জ্ঞান অর্জন করতে হলে যেকোনো বিষয়ে বেশি বেশি বই পড়ুন।

আপনারা হয়তো বই পড়া গল্পটি অনেকেই পড়েছেন।

সেখানে বেই পড়াকে একটি লাইব্রেরি সাথে তুলনা করা হয়েছে।

তাহলে আপনি হয়তো বুঝতেই পারছেন যে অলাইনে ক্লাস করতে হলে বেশি বেশি পড়াটা কত গুরুত্বপূর্ণ ।

পড়া ছাড়া আপনি কেনো বিয়ষ সহজেই মুখস্ত করাতে পারবেন না।

আমাদের মধ্যে অনেকেই বলে থাকে শুনে শুনে পড়া মনে রাখা যায়।

এটি আসলে সকলের ভূল ধারণা। পড়া মনে রাখতে হলে বেশি বেশি পড়ুন।

আর আপনি যদি অনলাইনে ক্লাস করে ভালো করতে চান তাহলে অন্যেরা যে ভাবে পড়াশোনা করে তার থেকে আপনি বেশি পড়ুন।

তাহলে দেখবে  আপনার রেজাল্ট অনেক ভালো হবে।

 

ছাত্রদের সফল হওয়ার জন্য অনলাইনে ক্লাস করার আরো অনেক শর্ত রয়েছে।

সময় হলে এই বিষয়ে আরো একটি প্রতিবেদন তৈরি করবো।

এই প্রতিবেদন থেকে আশা করি শর্তগুলো সম্পর্কে কিছুটা ধারণা পেয়েছেন।

প্রতিবেদনটি আপনার কাছে ভালো লেগে থাকলে কমেন্টের মাধ্যমে জানাবেন।

আপনার কোনো বিষয় সম্পর্কে জানার থাকলে সেটাও বলতে পারেন।

এতোক্ষণ মন দিয়ে প্রতিবেদনটি পড়ার জন্য আপনাকে অসখ্য ধন্যবাদ।

 

Tag

Trap of tutorials

online courses

Tips & Traps Of Virtual Learning

education course

online course information

Online class

Offline calsss

courses of education

 

কিছু প্রশ্ন এবং উত্তর

জুমে ক্লাস করার নিয়ম কি ? 

জুমে ক্লাস করতে হলে আপনাকে জুম অ্যাপসটি ইনস্টল করতে হবে। এবং শিক্ষক যখন বলে তখন শিক্ষকের দেওয়া আইডি দিয়ে আপনি ক্লাসে যুক্ত হয়ে ক্লাস করতে পারবেন। যদি জটিল প্রক্রিয়া মনে হতে পারে তবে বিষয়টা কিন্তু অনেকটাই সহজ।

 

শিক্ষা ক্ষেত্রে অনলাইন ক্লাস কতটা জরুরী ? 

প্রযুক্তির ব্যবহার যেহেতু বেড়ে গেছে সেহেতু অবশ্যই বিষয়টা চালু রাখা উচিত। আর আগামীতেও শিক্ষা ব্যবস্থা আপডেট হবে আর সেই সাথে এসব বিষয়গুলো আমাদেরকে তখন শিখতেই হবে বিধায় এখন থেকেই অভ্যস্ত করে নেওয়া উচিত সকল ছাত্র-ছাত্রীকে। ক্লাস করতে হলে শিক্ষা ক্ষেত্রে এর গুরুত্বটা সকলের ই বোঝা উচিত।

 

অনলাইন ক্লাস বাংলাদেশ কিভাবে দেখছে বিষয়টাকে ? 

বাংলাদেশে এখনও সকল অঞ্জলে সমান সুবিধা নেই। আর এই সুবিধাগুলোর কারণে আমাদেরকে আরও বেশি সময় দিযে এই সেক্টরটাকে আরও অনেক বেশি এগিযে নিয়ে যেতে হবে। অনলাইন ক্লাস সুবিধা জেনে সবাইকেই এগিযে আসতে হবে এই সেক্টরকে এগিযে নিতে। ক্লাস করতে হলে আপনাকে সুবিধাগুলো জেনেই করতে হবে।

 

About admin

Check Also

Step-by-Step Guide to DV Lottery Application Process

Step-by-Step Guide to DV Lottery Application Process

Are you dreaming of living in the United States? The Diversity Visa (DV) Lottery, also …