অভ্র কিবোর্ড লেখার নিয়ম – বর্তমানে কম্পিউটারে বাংলা লেখার অন্যতম জনপ্রিয় একটি কিবোর্ড হলো অভ্র কিবোর্ড। বিশেষ করে কোনো ঝামেলা ছাড়াই সহজেই এই কীবোর্ডের বাংলা শব্দ গুলো টাইপ করা যায়। মুলত ইংরেজি শব্দের বাংলিশ শব্দের ট্রান্সলেসন আকারে এই কিবোর্ডের উৎপত্তি ঘটে।
বন্ধুরা আজকে জানাবো অভ্র কিবোর্ড লেখার নিয়ম সম্পর্কে। অভ্র কিবোর্ড দিয়ে যারা লেখা শুরু করবেন ভাবছেন তারা সহজেই নিচের নিয়ম গুলো অনুযায়ী সহজেই অভ্র কিবোর্ডে বাংলা লিখতে পারবেন।
অভ্র কিবোর্ড লেখার নিয়ম
অভ্র কিবোর্ড দিয়ে বাংলা লেখার জন্য আপনার কম্পিউটারে সবার প্রথমে অভ্র কিবোর্ড টি সেট করতে হবে। অভ্র দিয়ে লেখা শুরু করার পূর্বে কম্পিউটার থেকে নিচের কাজ গুলো করে নিন-
- কিবোর্ড লেয়াউট থেকে ” Avro Phonetic ( English to Bangla) সিলেক্ট করে নিন।
- কিবোর্ড মোড থেকে বাংলা কিবোর্ড সেট করুন।
উপরের কাজ গুলো হয়ে গেলে সম্পুর্ন পোষ্টটি পড়ে ফেলুন। অভ্র কিবোর্ডে লেখার ক্ষেত্রে কিছু নিয়ম মানতে হয় যেগুলো না মানলে লেখায় সঠিক বাক্য টি আসবে না। যেসব বিষয় গুলো সতর্ক থাকতে হবে বা জানতে হবে তা আমরা পোষ্টের শেষের দিকে জানিয়ে দেব।
অভ্র কিবোর্ডে স্বরবর্ণ লেখার নিয়ম
বাংলা ভাষায় মোট স্বরবর্ণ রয়েছে ১১ টি। নিচে ১১ টি স্বরবর্ণ এর অভ্র কমান্ড দিলাম–
স্বরবর্ণ | কিবোর্ড কমান্ড |
---|---|
অ | o |
আ | a |
ই | i |
ঈ | I (Capital) |
উ | u |
ঊ | U (Capital) |
ঋ | rri |
এ | e |
ঐ | OI (Capital) |
ঔ | OU (Capital) |
ও | O (Capital) |
অভ্র কিবোর্ডে ব্যাঞ্জনবর্ণ লেখার নিয়ম
বাংলা ভাষায় মোট ব্যাঞ্জনবর্ণ রয়েছে ৩৯ টি। নিচে দেখে নিন অভ্র কিবোর্ড এর কমান্ড সহ-
বাংলা ব্যঞ্জনবর্ণ | অভ্র কিবোর্ড কমান্ড |
---|---|
ক | K |
খ | kh |
গ | g |
ঘ | gh |
ঙ | Ng |
চ | c |
ছ | ch |
জ | j |
ঝ | jh |
ঞ | NG |
ট | T |
ঠ | Th |
ড | D |
ঢ | Dh |
ণ | N |
ত | t |
থ | Th |
দ | D |
ধ | Dh |
ন | n |
প | p |
ফ | f |
ব | b |
ভ | v |
ম | m |
য | z |
র | r |
ল | l |
শ | sh |
ষ | Sh |
স | s |
হ | h |
ড় | R |
ঢ় | Rh |
য় | y |
ৎ | t” |
ং | ng |
ঃ | : |
ঁ | ^ |
অভ্র কিবোর্ডে কার, ফলা লেখার নিয়ম
“া” কার “ি” কার কিভাবে লিখবেন সেটা নিচে দেখে নিন-
Header 1 | Header 2 |
---|---|
া | a |
ি | i |
ু | u |
ে | e |
ো | O |
ৃ | rri |
ৌ | OU |
ী | OI |
ূ | U |
ব-ফলা | w |
য-ফলা | y,Z |
র-ফলা | rr |
হসন্ত | “ |
দাড়ি | . |
অভ্র কিবোর্ডে যুক্তাক্ষর লেখার নমুনা
অভ্র কিবোর্ড দিয়ে কিভাবে যুক্তাক্ষর লিখবেন তার নমুনা দেখে নিন-
যুক্তাক্ষর | অভ্র কমান্ড |
---|---|
আল্লাহ্ | allahhs |
চাঁদ | caqqd |
হটাৎ | hoTaTH |
অঙ্গ | oNggo |
শ্বাশ্বত | SwaSwoto |
ক্ষ | kh |
সমুদ্র | somudro |
লক্ষ্মি | lokkhmi |
বিজ্ঞান | biggan |
ব্যঞ্জনবর্ণ | bynjonborno |



অভ্র কিবোর্ডে বাক্য সঠিক লেখার নিয়ম
অভ্র কিবোর্ড লেখার নিয়ম সম্পর্কে জানতে হলে এগুলো জানতেই হবে আপনাকে। ধরুন, আপনি “আমরা ” লিখবেন। এবার কিবোর্ড কমান্ড দিলেন ” amra” তখন রেজাল্ট এভাবে দেখাবে ” আম্রা” এ ক্ষেত্রে “আম লেখার পর Accent Key চেপে ra লিখতে হবে। প্রতিটি যুক্তাক্ষর লেখার ক্ষেত্রেই ভুল আসলে প্রতিটিতে Accent key চাপতে হবে। তবে ” Auto Correction ” টি অন রাখলে পরবর্তী তে এ ধরণনের সমস্যা আর হবেনা।
অভ্র কিবোর্ডে লেখার সম্পুর্ণ নিয়ম পিডিএফ
আপনাদের সুবিধার্থে পিডিএফ ফাইল দিয়ে দিলাম। যাতে সহজেই আপনারা সংগ্রহ করে সম্পুর্ণ নিয়ম যখন ইচ্ছা দেখে নিতে পারেন। পিডিএফ ফাইল লিংক এখানে।
আমাদের শেষ কথা
অভ্র কিবোর্ড লেখার নিয়ম – অভ্র কিবোর্ড দিয়ে বাংলা লেখার গুরুত্বপূর্ণ দিক গুলো উপরে দিলাম। এর পরেও আপনাদের বুঝতে অসুবিধা হলে মন্তব্য করে আমাদের জানাতে পারেন। আমরা সর্বোচ্চ সাহায্য করার চেষ্টা করব।
আরো পড়ুন-