আমার প্রিয় খেলা অনুচ্ছেদ রচনা – সকল শ্রেণী

আমার প্রিয় খেলা অনুচ্ছেদ – সকল শ্রেণীর জন্য আমরা আজকের অনুচ্ছেদে আমার প্রিয় খেলা অনুচ্ছেদ টি আপনাদের সহজ ভাষায় দিয়ে দিলাম। একেবারে সহজ ভাষায় লিখে দিলাম নিচে আমার প্রিয় খেলা অনুচ্ছেদ –

আমার প্রিয় খেলা অনুচ্ছেদ

সকলের মতো আমিও খেলা ভালবাসি ও উপভোগ করি। খেলার মাঝে খুজে পাই অনাবিল আনন্দ। আমাদের দেশে অনেক ধরণের খেলা রয়েছে। যার মধ্যে আমার সবচেয়ে প্রিয় খেলা হলো – ক্রিকেট। অন্য যে কোনো খেলার চেয়ে সবচেয়ে বেশি আনন্দ দেয় আমাকে ক্রিকেট খেলা। বাংলাদেশে তরুন দের বেশিরভাগ ক্রিকেট খেলা বেশি পছন্দ করে। বাংলাদেশের জাতীয় ক্রিকেট দল সারা বিশ্বে অনেক সুনাম অর্জন করেছে। ক্রিকেটে প্রতি মুহুর্তে একটা রোমাঞ্চকর মুহুর্ত তৈরি হয়। বর্তমান সময়ে ০৩ ধরণের ক্রিকেট খেলা প্রচলিত আছে – টেস্ট ক্রিকেট, ওয়ানডে ও টি-টুয়েন্টি। টেস্ট ক্রিকেট সাধারণত অনেক দীর্ঘ, প্রতিদিন অন্তত ৯০ ওভারে এই খেলা হয়ে থাকে। ক্রিকেট এর প্রাচীন সময় থেকেই টেস্ট ক্রিকেট অনেক জনপ্রিয়। ওয়ানডে সাধারণত ৫০ ওভারের হয়ে থাকে ও টি-টুয়েন্টি ২০ ওভারে। ক্রিকেট খেলায় সবচেয়ে বেশি উত্তেজনা তৈরি হয় ওয়ানডে ও টি-টুয়েন্টি তে। ক্রিকেটে সবচেয়ে আনন্দময় মুহুর্ত হয় যখন, চার-ছয় ও উইকেটের পতন হয়। ক্রিকেট একমাত্র খেলা যা শেষ বল পর্যন্ত উত্তেজনা বিরাজ করে।

বাংলা নববর্ষ অনুচ্ছেদ – সকল ক্লাসের জন্য (৭ম,৮ম,১০ম,ইন্টার)

About admin

Check Also

বিবাহের ছুটির জন্য আবেদন

বিবাহের ছুটির জন্য আবেদন পত্র এর নমুনা (আপডেটেড নমুনাপত্র)

বিবাহের ছুটির জন্য আবেদন কিভাবে লিখবেন? নিজের বিবাহ অথবা নিজের পরিবারের কারো বিবাহ এর ক্ষেত্রে …