ইন্টার মিয়ামি – মেসির নতুন ক্লাব

ইন্টার মিয়ামি ক্লাব – অবশেষে সকল জল্পনা কল্পনা শেষে মেসির গন্তব্য হলো ইন্টার মিয়ামি তে। এ ক্লাবে এখন থেকে মেসি কে খেলতে দেখা যাবে। গুঞ্জন রটে যে, আবারো কি মেসি বার্সেলোনা তে আসবে? তবে বিভিন্ন কারণে বার্সায় না এসে মেসি ইন্টার মিয়ামি তে চুক্তিবদ্ধ হলেন।

প্রিয় পাঠক, বর্তমানে ফুটবল জগতের সবচেয়ে ভালো মানের একজন খেলোয়াড় হলে মেসি। বাংলাদেশ ছাড়াও বিশ্বের অসংখ্য মানুষ মেসি কে পছন্দ করেন। আমাদের আজকের আর্টিকেলে আপনাদের জানাবো মেসির নতুন ক্লাব ইন্টার মিয়ামি সম্পর্কে। বর্তমানে এই ক্লাব টি সম্পর্কে অনেকেই জানেন না।

ইন্টার মিয়ামি

ইন্টার মিয়ামি বেশিদিন পূর্বে তৈরি হয়নি। তাই এর জনপ্রিয়তা অনেক কম। মেসি যাওয়ার ফলে যেন জনপ্রিয় হয়ে উঠলো নিমিষেই। ইন্টার মিয়ামি ক্লাব টি ২০১৮ সালে প্রতিষ্ঠা করা হয়।

ছোট বাচ্চাদের জন্য দোয়া – যে দোয়া পড়বেন

ইন্টার মিয়ামি ক্লাবের প্রতিষ্ঠাতা কে

ইন্টার মিয়ামি ক্লাবের প্রতিষ্ঠাতা সে সময়ে অনেক বেশি জনপ্রিয় একজন তারকা ছিলেন। যখন মেসি কিংবা রোনালদো কে মানুষ তখন চিনতই না। ইন্টার মিয়ামি ক্লাব টির প্রতিষ্ঠা করেন ” বেকহ্যাম”।

ইন্টার মিয়ামি ক্লাব কেমন

ইন্টার মিয়ামি ক্লাব টির পারফরম্যান্স এত ভালো নয়। যুক্তরাষ্ট্রের লিগ গুলোতে সবার শেষে অবস্থান করে ক্লাব টি। ২০১৮ সালে প্রতিষ্ঠিত হলেও এখন পর্যন্ত শীর্ষ কোনো স্থানে যেতে পারেনি।

তবে আশা করা যায় যে, মেসির মাধ্যমেই ক্লাব টি কোনো শীর্ষ স্থান দখল করতে পারবে। আর্টিকেল টি পড়ার জন্য ধন্যবাদ।

About admin

Check Also

কেন্দ্রীয় প্রবণতা কাকে বলে

কেন্দ্রীয় প্রবণতা কাকে বলে – সহজ ব্যাখ্যা

কেন্দ্রীয় প্রবণতা কাকে বলে – কেন্দ্রিয় প্রবণতা কাকে বলে বা কেন্দ্রীয় প্রবণতা বলতে কি বুঝায়, …