কেন্দ্রীয় প্রবণতা কাকে বলে – কেন্দ্রিয় প্রবণতা কাকে বলে বা কেন্দ্রীয় প্রবণতা বলতে কি বুঝায়, কেন্দ্রীয় প্রবণতা মূলত কি ইন্টারনেটে অনেকেই খুজে থাকেন। তাই আজকে আলোচনা করব কেন্দ্রীয় প্রবনা আসকে কি। কেন্দ্রীয় প্রবণতার সংজ্ঞা ইত্যাদি সমূহ গুলো-
কেন্দ্রীয় প্রবণতা কাকে বলে
যে কোনো পরিসংখ্যানিক অনুসন্ধান এর মাধ্যমে পাওয়া তথ্য গুলো সুবিন্যস্ত না থেকে এলোমেলো ভাবে থাকে তাহলে উক্ত তথ্য গুলো কে সারিবদ্ধ, লেখ্য ও চিত্রের মাধ্যমে সহজ ভাবে উপস্থাপন করাই পরিসংখানের কাজ।
কেন্দ্রীয় প্রবণতার মানে হলো কেন্দ্রের দিকে যাওয়ার যে ঝোক রয়ছে সেটি। যদি কোনো তথ্য রাসারির কোনো মান সব গুলোর মানের প্রতিনিধিত্ব ধরণের মান হয় এবং একই সারির সকল মান গুলো ঝুকে থাকে তাহলে তালে কেন্দ্রিয় মান বলা হয়। কেন্দ্রিয় মানের আসে পাসে থাকা সকল মান গুলো ঝুকে থাকার প্রবোণতাকে মূলত কেন্দ্রিয় প্রবণতা বলা হয়।
আমাদের শেষ কথা
কেন্দ্রিয় প্রবণতা কাকে বলে আসা করি আমরা একেবারে সহজ ভাবে তুলে ধরতে পেরেছি। ভুল হলে ক্ষমাসুন্দর দৃস্টিতে দেখবেন। ধন্যবাদ আপনাকে।