গেম খেলে টাকা আয় – Bitcoin Pop দিয়ে মোবাইল দিয়ে আয় করুন সহজেই – 2023

গেম খেলে টাকা আয়– আমাদের মধ্যে অনেকেই আছেন যারা মোবাইল দিয়ে অনলাইন আয় করতে চাচ্ছেন।  কিন্তু মোবাইল দিয়ে আয় করার এপ গুলো বেশিরভাগ ক্ষেত্রেই মিথ্যা হয়।  অনেক কাজ করার পরেও যখন পেমেন্ট এর সময় টাকা পে না করে তখন হতাশ হয়ে যাওয়া ছাড়া কোনো উপায় অবশিষ্ট থাকে না।  

মোবাইল দিয়ে আয় করার অনেক এপ প্লেস্টোরে পাওয়া যায়।  তবে ট্রাস্টেড এপ গুলোর সংখ্যা নিতান্তই অনেক কম।  তবে আমরা আজকের পোষ্টে যে এপ টি নিয়ে কথা বলব এটি দিয়ে আপনারা মোবাইল দিয়ে গেম খেলে টাকা আয় করতে পারবেন।  আমি ইতিমধ্যে এটা থেকে পেমেন্ট পেয়েছি যার ফলে এটা নিয়ে লিখতে বসেছি।  সর্বনীম্ন ০.৩০ বিটকয়েনেই তারা পেমেন্ট করে থাকে।  পোষ্টের মধ্যে পেমেন্ট কিভাবে নিবেন ও পেমেন্ট প্রুফ দুটোই থাকছে।  

প্রিয় পাঠকগণ আমাদের আজকের পোষ্টে আমরা দেখব মোবাইল দিয়ে গেম খেলে কিভাবে আপনারা টাকা ইনকাম করবেন।  ইনকাম করা টাকা গুলোকে কিভাবে আপনারা আপনাদের কয়েন বেস ওয়ালেটে নিয়ে আসবেন।  যারা কয়েন বেস সম্পর্কে জানেন না তারা দেখে নিন কিভাবে কয়েন বেস একাউন্ট খুলতে হয়।  

আরো পড়ুনঃ পড়াশোনায় মনোযোগী হওয়ার ইসলামিক উপায় – কীভাবে মনোযোগী হবেন? 2022

গেম খেলে টাকা ইনকাম – Earn Money Playing Games Bangla

গেম খেলে টাকা আয়ের এপ নাম হলো – Bitcoin Pop. এই এপ টি দিয়ে অনেক মানুষ সহজ গেম খেলে টাকা আয় করছে।  অতিরিক্ত এডস নেই।  প্রতিটি গেমের লেভেল এর পরে একটি করে ভিডিও এডস।  প্রতিটি লেভেলে পাবেন ৪/৫ হাজার করে কয়েন।  আর আপনার সর্বনীম্ন ক্যাশ আউট পয়েন্ট লাগবে ১৩ হাজার।  যা আপনি ২০ মিনিট গেম খেলেই আয় করে নিতে পারবেন।  

এপ টি আপনারা সরাসরি প্লে স্টোর থেকেই ইন্সটল করে নিতে পারবেন।  নিচের ইন্সটল অপশনে ক্লিক করে ইন্সটল করে নিন। 

Install Play store 

Bitcoin Pop  দিয়ে গেম খেলে আয় কিভাবে করবেন – Earn Money With Bitcoin Pop

Bitcoin Pop থেকে আয় করা অনেক সহজ।  নিচে কয়েকটি ধাপে সেটা দিয়ে দিলাম- 

আরো পড়ুনঃ ২৩ পদে নিয়োগ দিচ্ছে পায়রা বন্দর কর্তৃপক্ষ – নিয়োগ বিজ্ঞপ্তি দেখে নিন

১ম ধাপ– উপরে থেকে ইন্সটল বাটন ক্লিক করে ইন্সটল করে নিন৷  ইন্সটল হয়ে যাওয়ার পরে এপ টি ওপেন করলে নিচের মত একটি পেজ দেখবেন।  

২য় ধাপ– এর পরে সবার উপরে থাকা “Get Started” অপশনে ক্লিক করে দিন।  

৩য় ধাপ- এবার এখান থেকে গুগল বা ফেসবুক এর মাধ্যমে লগইন করে নিন।  

৪র্থ ধাপ- লগ ইন হয়ে গেলে এবার আপনার গেম খেলে কয়েন ইনকাম করতে হবে।  এর জন্য প্লে অপশনে ক্লিক করে দিন।  প্লে অপশনে ক্লিক করলে একটি এডস আসবে সেটা সম্পুর্ন দেখে নিবেন।  এর পরে স্কিপ অপশন আসলে তবেই স্কিপ করে যাবেন।  

৫ম ধাপ- এর পরে গেম খেলুন আর কয়েন জিতুন।  প্রতিটি লেভেলে আপনি ৩ হাজার,  ৪ হাজার করে কয়েন পাবেন।  সর্বনিম্ন ১৩ হাজার কয়েন হলেই কেবল ক্যাশ আউট করতে পারবেন।  ১৩ হাজার কয়েন আয় করতে সর্বোচ্চ ৫ মিনিট সময় লাগবে৷  

Bitcoin Pop দিয়ে টাকা ইউথড্র করার নিয়ম – Withdraw Money Bitcoin Pop App

১৩ হাজার কয়েন হয়ে গেলে এবারে আপনারা বিটকয়েনের মাধ্যমে টাকা ইউথড্র করতে পারবেন।  কিভাবে কয়েনবেস এর একাউন্ট তৈরি করবেন সে সম্পর্কে আমাদের লেখা আছে তার লিংক উপরে রয়েছে পোষ্টের।  

আরো পড়ুনঃ অনলাইন থেকে আয় করার ৫ টি উপায় – বিস্তারিত জানুন 2022

নিচের ধাপ গুলো অনুযায়ী কাজ করে সর্বোচ্চ ১০ মিনিটেই টাকা ইউথড্র করে ফেলতে পারবেন-

ধাপ ১ঃ প্রথমেই হোম থেকে দেখে নিন আপনার কয়েন ১৩ হাজার এর বেশী রয়েছে কিনা।  

ধাপ ২ঃ এর পরে পাশেই দেখবেন “Cash Out” অপশন রয়েছে সেখানে ক্লিক করে দিন।  

ধাপ ৩ঃ এর পরে আপনাকে কারেন্সি সিলেক্ট করতে হবে।  এখানে আপনি বিটকয়েন ইথিরিয়াম কয়েনে নিতে পারবেন।  আপনাদের প্রমান এর জন্য আমরা বিটকয়েন সিলেক্ট করে দিলাম।  

ধাপ ৪ঃ এর পরে নিচে থেকে “I have Coinbase Account ” অপশন টি সিলেক্ট করে দিতে হবে।  

ধাপ ৫ঃ এর পরে একটি ফাকা বক্স দেখতে পাবেন৷  এখানে আপনাদের কয়েন বেস এর ইমেল এড্রেস টি লিখতে হবে ও ক্যাশ আউট বাটনে ক্লিক করতে হবে৷   

ধাপ ৬ঃ এর পরে আপনাদের ইমেইল এড্রেস টি দেখাবে।  দেখে নিন সঠিক ভাবে আছে কিনা৷  যদি সঠিক থাকে তাহলে “OK” অপশনে ক্লিক করে দিন।  

এর পরে ১০ মিনিট এর মত অপেক্ষা করুন৷  এর পরে আপনাদের মেইলে নিচের মত একটি মেইল পাবেন পেমেন্ট রিসিভ এর।  

এর পরে আপনারা আপনাদের কয়েন বেস এর ওয়ালেট থেকেও দেখে নিতে পারবেন।  টাকা আসছে কি না।  

গেমে খেলে টাকা ইনকাম ভিডিও তে দেখুন

যারা ভালো করে বুঝতে পারেন নি তারা চাইলে নিচে থেকে ভিডিও টি দেখে সেভাবে আয় করুন Bitcoin Pop app দিয়ে।  

আমাদের শেষ কথা 

গেম খেলে মোবাইল দিয়ে টাকা আয় করার জন্য Bitcoin Pop এপ এর চেয়ে ভালো এপ খুব এই কম।  আমরা অনেকেই আছি যারা মোবাইল দিয়ে টুকটাক আয় করতে চাই।  এমনিতেও দিনের বেশিরভাগ সময় নস্ট হয়ে যায় গেম খেলার মাধ্যমে।  কিন্তু আপনি যদি এখানে গেম খেলেন আপনার বিনোদনের পাশাপাশি মোবাইল দিয়ে টাকা ও আয় হয়ে যাবে। 

আরো পড়ুনঃ মোবাইল দিয়ে বিকাশে টাকা আয় করার জনপ্রিয় সব মাধ্যম – 2022

About admin

Check Also

ফ্রিল্যান্সিং কিভাবে শিখব

ফ্রিল্যান্সিং কিভাবে শিখব মাত্র ৭ দিনে

ফ্রিল্যান্সিং কিভাবে শিখব – বর্তমানে সবচেয়ে জনপ্রিয় একটা টপিকের নাম হলো ফ্রিল্যান্সিং। ফ্রিল্যান্সিং করে ঘরে …