টিসির জন্য আবেদন পত্র লেখার নিয়ম – Application for TC

টিসির জন্য আবেদন পত্র লেখার নিয়ম বাংলা – বিদ্যালয়,কলেজ, স্কুল থেকে মাঝে মাঝে আমাদের বিভিন্ন সময়ে টিসি নেয়ার প্রয়োজন পরে। বিশেষ করে, যখন ভিন্ন প্রতিষ্ঠানে ভর্তি হতে যাবেন তখন অধ্যায়নত প্রতিষ্ঠান থেকে আপনাকে অবশ্যই টিসি নিতে হবে। কিন্তু প্রয়োজনীয় সময়ে আমরা ভুলে যাই কিভাবে টিসির জন্য আবেদন পত্র লেখার নিয়ম গুলো।

প্রিয় শিক্ষার্থীগন, আপনি টিসির জন্য আবেদন পত্র লেখার নিয়ম খুজছেন নিশ্চয়ই আর কোনো আর্টিকেল না খুজে আজকের আর্টিকেল টি পড়ে ফেলুন। আজকের আর্টিকেলে দেখাবো কিভাবে আপনারা টিসির আবেদন পত্র লিখবেন।

টিসির জন্য আবেদন পত্র লেখার নিয়ম

টিসির আবেদন পত্র লেখার ক্ষেত্রে আপনাকে অবশ্যই কিছু নিয়ম মানতে হবে। নিয়মগুলো হলো –

  • টিসির আবেদন লেখার শুরুতে আপনাকে তারিখ লিখতে হবে।
  • প্রধান শিক্ষকের কাছে লিখলে সেটা উল্লেখ্য করতে হবে।
  • এর পরে আবেদন পত্রের বিষয় টি লিখতে হবে যেমন – (ছাড়পত্রের জন্য আবেদন)।
  • বিস্তারিত লেখার পূর্বে (সবিনয় নিবেদন) লিখতে হবে।
  • এর পরে টিসি নেয়ার উপযুক্ত কারণ পেশ করতে হবে।
  • লেখা শেষে কর্তৃপক্ষের কাছে আর্জি পেশ করতে হবে।

আরো পড়ুন – দরখাস্ত লেখার নিয়ম- বিভিন্ন ধরনের দরখাস্ত নমুনা -2023

উপরের নিয়ম গুলো অনুযাই আপনাকে টিসির জন্য আবেদন পত্র লিখতে হবে। নিচ থেকে টিসির আবেদন পত্রের নমুনা দেখে নিন –

টিসির আবেদন পত্র নমুনা

তারিখ,

বরাবর

প্রধান শিক্ষক

বরিশাল মাধ্যমিক স্কুল

বিষয়ঃ টিসির জন্য আবেদন অথবা ছাড়পত্রের জন্য আবেদন

জনাব,

সবিনয় নিবেদন এই যে, আমি মোঃ রহমান আপনার বিদ্যালয়ের একজন নিয়মিত ছাত্র। আমি দশম শ্রেণিতে পড়ি আমার রোল নাম্বার ১১। আমার বাবা একজন সরকারি কর্মকর্তা বর্তমানে আমার বাবার পোস্টিং হয়েছে রংপুর জেলাতে। আমার সম্পুর্ণ পরিবার এর সাথে আমাকেও এখন রংপুর যেতে হবে। যার ফলে আমাকে রংপুর এর কোনো বিদ্যালয়ে আমাকে ভর্তি হতে হবে।

অতএব, জনাবের নিকট সবিনয় নিবেদন এই যে, আমাকে বিদ্যালয় ত্যাগের ছাড়পত্র প্রদান করলে আপনার নিকট চিরকৃতজ্ঞ থাকবো।

বিনীত,

আপনার একান্ত বাধ্যগত ছাত্র

মোঃ রহমান

শ্রেণিঃ দশম

রোলঃ ১১

টিসির জন্য আবেদন পত্র পিডিএফ

টিসির জন্য আবেদন পত্রের পিডিএফ ফাইল সংগ্রহ করতে পিডিএফ লেখার উপর ক্লিক করুন

আমাদের শেষ কথা

টিসির জন্য আবেদন পত্র লেখার নিয়ম আর্টিকেলে দেখালাম কিভাবে আপনারা সহজেই টিসির জন্য একটি আবেদন পত্র লিখতে পারেন। প্রয়োজনে আপনি পিডিএফ ফাইল টি সংগ্রহ করে রাখতে পারেন।

আরো পড়ুন –

About admin

Check Also

বিবাহের ছুটির জন্য আবেদন

বিবাহের ছুটির জন্য আবেদন পত্র এর নমুনা (আপডেটেড নমুনাপত্র)

বিবাহের ছুটির জন্য আবেদন কিভাবে লিখবেন? নিজের বিবাহ অথবা নিজের পরিবারের কারো বিবাহ এর ক্ষেত্রে …