তাস খেলা কি হারাম – বিস্তারিত জানুন

তাস খেলা কি হারাম – তাস প্রাচীন যুগ থেকেই ইনডোর এর একটি জনপ্রিয় খেলা। তাসের মধ্যেও রয়েছে বিভিন্ন ধরণের ভাগ। বিভিন্ন ভাবে তাস কে খেলা হয়। বিশেষ করে, তাস দিয়ে বাজি ধরে খেলা আমাদের দেশে ও অনেক পরিচিত।

আপনি যদি একজন মুসলিম হয়ে থাকেন তবে আপনার জানা উচিৎ সময় কাটানোর জন্য হলেও তাস খেলা যাবে কি না। চলুন আজকে জেনে নেই তাস খেলা কি হারাম কি না।

তাস খেলা কি হারাম

তাস খেলা হারাম। যে খেলায় কোনো প্রকার শরিরের কোনো উপকারিতা নেই সে ধরণের খেলা গুলো একদম হারাম। তাস খেলতে আমাদের প্রচুর সময় নষ্ট হয়।

মাহমুল্যবান সময় কে আল্লাহ তায়ালা অপচয় করতে বারণ করেছেন। তাস একটি বাজে খেলাও বটে। প্রথমে সময় কাটানোর জন্য খেললেও পরে এর প্রতি আকর্ষন বেড়ে যায়। একসময় এটা নেসায় পরিনত হয় এবং টাকার মাধ্যমে খেলা শুরু করে।

তাই শরিয়তের দৃষ্টিকোন থেকে তাস খেলা হারাম একদম। তাস খেলার কোনো বৈধতা পাওয়া যায় না। আপনি যদি মুসলিম হয়ে থাকেন তাহলে তাস খেলা পরিহার করা প্রয়োজন।

আরো পড়ুন-

তাস খেলা হারাম কেন ভিডিও

ভিডিও তে দেখে নিন তাস খেলা কেন হারাম আমাদের জন্য-

আমাদের শেষ কথা

তাস খেলা কি হারাম – আর্টিকেলে জানালাম যে তাস খেলা হারাম। আল্লাহ আমাদের সঠিক বুঝ দিক।

 

About admin

Check Also

জুমার নামাজের নিয়ত

জুমার নামাজের নিয়ত, নিয়ম ও ফজিলত সম্পর্কে বিস্তারিত

আপনি যদি জুমার নামাজের নিয়ত না জানেন তাহলে আজকের পোস্টটি আপনার জন্য। জুমার নামাজ প্রতি …