নগদ একাউন্ট খোলার নিয়ম – How to Create Nagad account : নগদ বর্তমানে বাংলাদেশের অন্যতম মোবাইল ব্যাংকিং সেবার মধ্যে একটি। বিকাশ এর মতই অন্য একটি মোবাইল ব্যাংকিং সেবা হলো নগদ। তাদের দাবি নগদ বাংলাদেশের ডাকবিভাগ থেকে পরিচালিত হয়।
প্রিয় পাঠক গন আমাদের আজকের আর্টিকেলে জানাবো কিভাবে আপনার সহজেই ঘরে বসে মাত্র দুই মিনিটে নগদ একাউন্ট খুলতে পারবেন। আগে একটা সময় ছিল যখন নগদ এজেন্ট এর মাধ্যমে নতুন করে একাউন্ট তৈরি করা লাগত। তবে বর্তমানে নগদ এপ ভিত্তিক ভাবেই নতুন একাউন্ট তৈরি করা যায়। নগদ একাউন্ট খোলার নিয়ম সম্পর্কে বিস্তারিত নিচে দেয়া হলোঃ-
নগদ একাউন্ট খুলতে কি কি লাগবে
- ভালো ক্যামেরা সম্পন্ন একটি স্মার্টফোন
- স্মার্ট ফোনে অবশ্যই নগদ এর অফিসিয়াল এপ ইন্সটল করতে হবে।
- একটি সচল মোবাইল নাম্বার
- আইডি কার্ড
- যার আইডি কার্ড তার লাইভ পিকচার
নগদ একাউন্ট খোলার নিয়ম – How to Create Nagad Account
নগদ একাউন্ট খোলার জন্য অবশ্যই আপনার কাছে জাতীয় পরিচয় পত্র থাকতে হবে। আপনি *167# ডায়েল করে পিন নাম্বার দিয়ে ওপেন করলেও ভ্যারিফাই করার জন্য আপনাকে KYC সম্পন্ন করতে হবে। নিচে কয়েকটি ধাপে আমরা দেখালাম কিভাবে সহজেই নগদ একাউন্ট খুলবেন –
আরো পড়ুন-
বিয়ে করতে কি কি লাগে – পালিয়ে বিয়ে কিভাবে করবেন জানুন সব – 2023
টিকটক ভিডিও ভাইরাল করার উপায় – টিকটকে ফেমাস হয়ে যান এই উপায় গুলো ফলো করে – 2023
নগদ পিন রিসেট করার নিয়ম – পিন ভুলে গেলে করণীয় – 2022
১ম ধাপ – প্রথমেই আপনাকে নগদ এর অফিসিয়াল এপ টি ইন্সটল করে নিতে হবে। আপনি আপনার মোবাইল ফোনের প্লে স্টোরে গিয়ে সার্চ করুন “Nagad” লিখে। প্রথমেই যে এপ টি আসবে সেটি ইন্সটল করে নিন।
২য় ধাপ- ইন্সটল করা হয়ে গেলে এপটি ওপেন করুন ও নিচের স্ক্রিনশট অনুযায়ী ধাপ গুলো দেখুন। ওপেন করার পর “নতুন একাউন্ট করুন” একটি অপশন পাবেন সেখানে ক্লিক করুন।

৩য় ধাপ- মোবাইল নাম্বার এর স্থানে যে নাম্বারে আপনি নগদ একাউন্ট খুলতে চাচ্ছেন সে নাম্বার টি সঠিক ভাবে লিখুন। নাম্বার টি লেখার পর “পরবর্তী ধাপ” অপশনে ক্লিক করুন।
৪র্থ ধাপ- এবারে আপনাকে মোবাইল নাম্বার এর অপারেটর বাছাই করতে হবে। আপনার পূর্বে দেয়া নাম্বার টি মূলত কোন অপারেটর সেটা সিলেক্ট করে “পরবর্তী ধাপ” অপশন বেছে নিন।
৫ম ধাপ- এবার আপনাকে একাউন্টের ধরণ সিলেক্ট করতে হবে। আপনি যদি ইসলামিক একাউন্ট চান তাহলে ইসলামিক সিলেক্ট করুন। আর যদি রেগুলার চান তাহলে রেগুলার অপশন বেছে নিন।
৬ষ্ঠ ধাপ- এবার আপনাকে জাতীয় পরিচয় পত্র দিতে হবে। প্রথম স্থানে ক্যামেরা আইকনে ক্লিক করে জাতীয় পরিচয় পত্রের সামনের ছবি টি পরিস্কার করে তুলুন। আর নিচের দিকের ক্যামেরা আইকনে ক্লিক করে আইডি কার্ডের পিছনের ছবি তুলুন ও “পরবর্তী” অপশনে যান।

৭ম ধাপ- এবার ক্যামেরা অন হয়ে যাবে আপনার। সরাসরি যার আইডি কার্ড দিইয়েছেন তার সামনে ক্যমেরা ধরুন ও চোখের পলক ফেলতে হবে। এর পরে ধাপে আপনাকে আপনার স্বাক্ষর দিতে হবে। যদি সঠিক থাকে সব কিছু এর পরে সব গুলোতে টিক মার্ক ও সফল লেখা চলে আসবে।
৮ম ধাপ- এ পর্যায়ে আপনাকে পিন নাম্বার সেট করতে হবে৷ আপনার পছন্দ অনুযায়ী ৪ সংখ্যার পিন নাম্বার দুইবার লিখতে হবে। এবং এটি হবে আপনার নগদ একাউন্ট এর সিকিরিউটি পিন।

ব্যস!! আপনার কাজ শেষ। আপনার নগদ একাউন্ট খোলা হয়ে যাবে। সবচেয়ে কম সময়ে নগদ একাউন্ট আপনি নিজেই খুলতে পারবেন এখন থেকে। এবার একাউন্ট থেকে আপনি যে কোনো ধরণের লেনদেন করতে পারবেন কোনো প্রকার কোনো সমস্যা ছাড়াই।
মোবাইল ছাড়া নগদ একাউন্ট খোলার নিয়ম
আপনার কাছে যদি কোনো প্রকার স্মার্টফোন না থাকে তাহলে আপনাকে পাশাপাশি কোনো এজেন্ট এর কাছে যাবতীয় কাগজপত্র নিয়ে যেতে হবে। আপনার জাতীয় পরিচয় পত্র, সিম কার্ড নিয়ে এজেন্ট এর কাছে গেলে আপনি সহজেই ফ্রি তে নগদ একাউন্ট খুলতে পারবেন। নগদ একাউন্ট খোলার জন্য কোনো প্রকার অতিরিক্ত ফি দেওয়ার প্রয়োজন হয় না।
আরো পড়ুন-
গেম খেলে টাকা আয় – Bitcoin Pop দিয়ে মোবাইল দিয়ে আয় করুন সহজেই
আকাশ ডিশ এন্টেনার দাম কত – Akash dth price bangladesh
ডিজিটাল মার্কেটিং কি – ডিজিটাল মার্কেটিং কিভাবে করে বিস্তারিত
আমাদের শেষ কথা
নগদ একাউন্ট খোলার নিয়ম- পোষ্টে আমরা জানালাম কিভাবে সহজেই আপনারা ঘরে বসে স্মার্টফোনের মাধ্যমে নগদ একাউন্ট খুলতে পারবেন। এর পরেও যদি কোনো প্রকার একাউন্ট খুলতে সমস্যা হয়ে থাকে তাহলে আমাদের ফেসবুকে বা মন্তব্যের মাধ্যমে জানাতে পারেন। সরাসরি যুক্ত হয়ে যেতে পারেন আমাদের গুগল নিউজে । ধন্যবাদ আর্টিকেল টি পড়ার জন্য। আপনার বন্ধুদের ও জানিয়ে দিতে পারেন শেয়ার করে।