নতুন এমপিও আবেদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র – শিক্ষক নিবন্ধন NTRCA এর মাধ্যমে নিয়োগ প্রাপ্ত নতুন শিক্ষকদের এমপিও করার জন্য প্রয়োজনীয় অনেক কাগজপত্রের প্রয়োজন হয়। এমপিও আবেদন করা ও এমপিও করানো অনেকটাই সময় সাপেক্ষ ও ঝামেলার একটি কাজ। সঠিক ভাবে কাগজ পত্র সাবমিট করতে না পারলে এমপিও না হওয়ার সম্ভাবনা বেশি থাকে।
নতুন এমপিও আবেদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র
নতুন নিয়োগ প্রাপ্ত শিক্ষকগন নিম্নে দেয়া প্রয়োজনীয় কাগজ পত্র এর মাধ্যমে এমপিও আবেদন সম্পন্ন করে নিবেন –
১- প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকের অগ্রায়ন পত্র।
২- যিনি আবেদন করবেন তার পূরণ করা আবেদন ফর্ম।
৩- সকল পরিক্ষার মূল সনদপত্র ( এসএসসি বা সমমান, এইচএসসি বা সমমান, ডিগ্রি অথবা সমমান, মাস্টার্স বা সমমান।
৪- স্নাতক ডিগ্রি বা সমমান পরিক্ষার মার্কশিট।
৪- অন্যান্য সকল শিক্ষাগত যোগ্যতার মূল সনদ পত্র।
৫– বিএড যদি থাকে তার সনদ পত্র।
৬- শিক্ষক নিবন্ধন পরিক্ষায় উত্তির্ন হওয়ার সনদ।
৭- শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক যোগদান ও নিয়োগ পত্র।
৮- শিক্ষা প্রতিষ্ঠানের প্রথম ও শেষ এমপিও কপি।
আরো পড়ুন- পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান – গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন
৯- NTRCA থেকে পাওয়া নিয়োগ এর কপি।
১০- প্রতিষ্ঠানের কমিটির অনুমোদন এর কপি।
১১- সাবজেক্ট এপ্রুভাল এর কপি।
১২- প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের তালিকা।
১৩- মহাপরিচালক এর মনোয়ন এর কপি।
১৪- শিক্ষক নিবন্ধন এর ফলাফল এর কপি।
১৫- শিক্ষক নিবন্ধন এর মেধা তালিকার কপি ও প্রাপ্ত এস এম এস।
১৬- ই-রিকুইজিসন, গনবিজ্ঞপতি, পত্রিকার বিজ্ঞপতি এর কপি।
১৭- নিয়োগ সংক্রান্ত বই এর কপি।
১৮- প্রতিষ্ঠানের শিক্ষা বোর্ড কর্তৃক সর্বশেষ স্বীকৃতি এর কপি।
১৯- পদত্যাগ বা অবসরপ্রাপ্ত শিক্ষক কিংবা কর্মচারির নন-ড্রায়াল সার্টিফিকেট।
২০- যে পদে নিয়োগ প্রাপ্ত হয়েছেন একই পদে পূর্বে কর্মরত শিক্ষকের অব্যাহতি পত্র অথবা মৃত্যু সনদ এর কপি।
২১- প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীদের তথ্যের কপি।
২২- লাইব্রেরি ও ল্যাব সংক্রান্ত তথ্য।
২৩- যে বিষয়ে নিয়োগ হয়েছে উক্ত বিষয়ে অধ্যায়নরত শিক্ষার্থীদের তালিকা।
২৪- ব্যাংক একাউন্ট, স্লিপ নাম্বার।
২৫- এ ছাড়াও অন্যান্য কাগজ পত্রের প্রয়োজন হতে পারে।
স্কুল- কলেজে নতুন নিয়োগ প্রাপ্ত শিক্ষকগন উক্ত কাগজ পত্র নিয়ে এমপিও আবেদন করবেন।
নতুন এমপিও আবেদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র ছবি
প্রয়োজনে নিচের ছবিটি সংগ্রহ করে নিন। এবং প্রয়োজন অনুযায়ী জেনে নিন কি কি প্রয়োজনীয় কাগজপত্র প্রয়োজন হবে।
আরো পড়ুন- ফেসবুক আসক্তি থেকে মুক্তির উপায় – ফেসবুকের ক্ষতিকর দিক
নতুন এমপিও সকল আবেদন ফর্ম পিডিএফ
নিচের পিডিএফ টি ওপেন করে সকল ফর্ম গুলো প্রিন্ট করে নিতে পারবেন।