নস্টালজিক এর বাংলা অর্থ
নস্টালজিক শব্দটির সাথে আমরা প্রায় সবাই কম বেশি পরিচিত। জীবনে এমন শব্দ শোনেন নি এমন মানুষ হয়তো অনেক কম এই আছেন। কিন্তু নস্টালজিক এর বাংলা অর্থ সম্পর্কে আমরা কজন এই বা জানি?
নস্টালজিক শব্দের অর্থ কি ও কোথায় কিভাবে ব্যবহার করতে হয় সে সম্পর্কে আমাদের আজকের আর্টিকেল। আমাদের আজকের লেখায় জানাবো, নস্টালজিক এর বাংলা অর্থ ও কিভাবে কোথায় এই শব্দটি আপনি ব্যবহার করবেন।
নস্টালজিক এর বাংলা অর্থ
নস্টালজিক একটি হেমেরিক শব্দ। নস্টালজিক শব্দের অর্থ হলো – ব্যাথা বা যন্ত্রনা, বাড়ি ফিরে আসা ইত্যাদি।
নস্টালজিক শব্দটি অতিতের কোনো ঘটনা মনে পড়ে ব্যাথা অনুভব করা বা আবেগ আপ্লুত হওয়া কে বোঝায় মূলত। যেমন ধরুন – আপনি অতিতে এমন একটি কাজ করতেন যেটা বর্তমানে আপনি চাইলেও করতে পারবেন না বা কাজের প্রতি এখন আর অই অতিতের আবেগ টা কাজ করবে না।
বাংলা থেকে ইংরেজি অনুবাদ কিভাবে করবেন
এমন ধরণের যদি অবস্থা তৈরি হয় সে ক্ষেত্রে নস্টালজিক শব্দটি ব্যবহার করা হয়। বর্তমান আধুনিক সভ্যতায় শব্দটি রোমান্টিকতার ক্ষেত্রে বেশি ব্যবহার করা হচ্ছে।