পদ কাকে বলে কত প্রকার ও কি কি

পদ কাকে বলে কত প্রকার ও কি কি – বাংলা ব্যাকরনে পদ অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। আজকের আর্টিকেলে আমরা অনেক সহজ ভাবে পদ কাকে বলে কত প্রকার ও কি কি আপনাদের সামনে তুলে ধরব।

পদ কাকে বলে

বাক্যে ব্যবহুত প্রতিটি শব্দ কে পদ বলা হয়। একটি বাক্যের সাথে থাকে কয়েকটি শব্দের মিশ্রন তবে প্রতিটি শব্দের সাথে আবার কিছু অতিরিক্ত অংশ যুক্ত হয়, যেগুলো বিভক্তির অংশ। তাহলে, এটা ও বলা যায় যে – বিভক্তিযুক্ত শব্দকেই পদ বলা হয়।

যেমনঃ তারা, যারা, আকাশ ইত্যাদি।

পদের প্রকারভেদ – পদের শ্রেণীবিভাগ

পদ প্রধানত দুই প্রকার। যথা –

  1. সব্যয় পদ
  2. অব্যয় পদ

সব্যয় পদ হলো মোট ৪ প্রকার। তাই বলা যায় অব্যয় পদ নিয়ে পদ ৫ প্রকার। যেমন –

  • বিশেষ্য
  • বিশেষন
  • সর্বনাম
  • ক্রিয়া
  • অব্যয়

১ – বিশেষ্য পদ কাকে বলে ও কত প্রকার

যে কোনো জিনিসের নাম কে বিশেষ্য পদ বলা হয়। সেটা হতে পারে কোনো ব্যাক্তি, বস্তু, অবস্থা, দিন, কাল ইত্যাদি। যেমন – করিম, ঢাকা ইত্যাদি।

আমার প্রিয় খেলা অনুচ্ছেদ রচনা – সকল শ্রেণী

বিশেষ্য পদের প্রকারভেদ

বিশেষ্য পদ কে আবার মোট ৬ ভাগে ভাগ করা হয়েছে যেমন –

১ – নামবাচক বিশেষ্যঃ কোনো ব্যাক্তির, স্থানের, বইয়ের ইত্যাদি ধরণের নাম কে বোঝাতে নামবাচক বিশেষ্য ব্যবহার করা হয়। যেমন – হুমায়ুন, করিম, বরিশাল ইত্যাদি।

২ – জাতীবাচক বিশেষ্যঃ এক জাতীয় প্রাণী বা পদার্থের নামের ক্ষেত্রী ব্যবহার করা হয়। যেমন – মানুষ,গরু, ছাগল , পাখি ইত্যাদি।

৩ – বস্তুবাচক বিশেষ্যঃ বস্তুর নাম হিসেবে ব্যবহার করা হয় যেমন – বই, খাতা, কলম, চেয়ার, টেবিল ইত্যাদি।

৪ – সমষ্টিবাচক বিশেষ্যঃ কোনো ব্যাক্তি কিংবা প্রাণীর সমস্টি এর ক্ষেত্রে ব্যবহার করা হয় যেমন – সভা, বাজার ইত্যাদি।

৫ – ভাববাচক বিশেষ্যঃ ক্রিয়ার কাজের ভাব বোঝাতে ব্যবহার করা হয়। যেমন – যাওয়া, দর্শন ইত্যাদি।

৬ – গুনবাচক বিশেষ্যঃ কোনো কিছুর গুন বলার ক্ষেত্রে ব্যবহার করা হয়। যেমন – সুন্দরি, মায়াবি ইত্যাদি।

ফ্রিল্যান্সিং কিভাবে শিখব মাত্র ৭ দিনে

২ – বিশেষন পদ কাকে বলে ও কত প্রকার

যে পদ অন্য কোনো পদের দোষ, গুন অবস্থা ইত্যাদি প্রকাশ করে তাকে বিশেষন পদ বলা হয়। বিশেষন পদ দুই প্রকার। যেমন –

  1. নাম বিশেষন
  2. ভাব বিশেষন

৩ – সর্বনাম পদ কাকে বলে ও কত প্রকার

বিশেষ্য পদের পরিবর্তে যে পদ ব্যবহার করা হয় তাকে সর্বনাম পদ বলা হয়। সর্বনাম পদ মোট ১০ প্রকার যেমন –

  1. ব্যাক্তিবাচক বা পুরুষ বাচক
  2. আত্নবাচক
  3. সমীপ্যবাচক
  4. দূরত্ববাচক
  5. সাকল্যবাচক
  6. প্রশ্নবাচক
  7. অনির্দিষ্টতাজ্ঞাপক
  8. ব্যতিহারিক
  9. সংযোগজ্ঞাপক
  10. অন্যাদিবাচক

বিদেশি অনুদান কিভাবে পাব – আবেদন যেভাবে করবেন দেখে নিন

৪ – ক্রিয়া পদ কাকে বলে ও কত প্রকার

যে পদ দিয়ে কোনো কাজ করা প্রকাশ পায় তাকে ক্রিয়া পদ বলা হয়। ক্রিয়া পদ আবার ৬ প্রকার যেমন –

  1. সমাপিকা-অসমাপিকা ক্রিয়া
  2. সকর্মক-অকর্মক-দ্বিকর্মক ক্রিয়া
  3. প্রযোজক ক্রিয়া
  4. নামধাতু ক্রিয়া
  5. যৌগিক ক্রিয়া
  6. মিশ্র ক্রিয়া

৫ – অব্যয় পদ কাকে বলে ও কত প্রকার

যে পদ কে ভাঙলে পাওয়া যায় না অর্থ্যাত যার কোনো ব্যয় নেই তাকে অব্যয় পদ বলে। বাংলা ভাষায় ৩ ধরণের অব্যয় পদ ব্যবহার করা হয় –

  1. বাংলা অব্যয় শব্দ
  2. ততসম অব্যয় শব্দ
  3. বিদেশি অব্যয় শব্দ

বিবাহের ছুটির জন্য আবেদন পত্র এর নমুনা

About admin

Check Also

বিবাহের ছুটির জন্য আবেদন

বিবাহের ছুটির জন্য আবেদন পত্র এর নমুনা (আপডেটেড নমুনাপত্র)

বিবাহের ছুটির জন্য আবেদন কিভাবে লিখবেন? নিজের বিবাহ অথবা নিজের পরিবারের কারো বিবাহ এর ক্ষেত্রে …