অনলাইনে ক্লাস করার ৫টিটি অসুবিধা

বর্তমানে অনলাইনে ক্লাস করা সেরা ৫টি অসুবিধা সম্পর্কে জেনে রাখুন

 

আমাদের মধ্যে অনেকেই মনে করেন অনলাইন মানেই শুধু সুবিধা আর সুবিধা।

আসলে এই ধারনাটি আমাদের প্রত্যেকের ভুল ধারণা।

আমাদের নিজেদের অজান্তেই অনলাইন আমাদের ক্ষতির দিকে ঠেলে দিচ্ছে।

বিশেষ করে অনলািইনে ক্লাস করার বিষয় আরো জটিল ভাবে দেখা দিচ্ছে।

অনলােইনে ক্লাস করার বিষয়টি ছাত্রদের উপভোগ করার একটি মাধ্যম তৈরি করে দিয়েছে।

আজকের এই প্রতিবেদনের মাধ্যমে আপনি অনাইনে ক্লাস করা অসুবিধা সম্পর্কে জানতে পারবেন।

অনলাইনে ক্লাস করার অসুবিধা গুলো জানা আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়।

তাই এই আর্টিকেলটি পড়ার জন্য অনুরো ধাকবে।

তাহলে কথা না বাড়িয়ে জেনে নেওয়া যাক অনলাইনে ক্লাস করার অসুবিধা সম্পর্কে।

 

বর্তমানে অনলাইনে ক্লাস করা সেরা ৫টি অসুবিধা

 

১. অনলাইনের নামে ফাকি ক্লাস

২. অনলাইন ক্লাসে অমনোযোগী 

৩. পড়া বুঝতে অসুবিধা

৪. নেটওয়ার্কের অসুবিধা

৫. সকল ছাত্ররা ক্লাস করতে পারে না

 

অনলাইনে ক্লাস করা এই অসুবিধাগুলো বর্তমানে লক্ষা করা হয়েছে।

এখানে ক্লাসের থেকে বেশি যে জিনিস টি কাজ করে সেটি হলো শিক্ষার্থীদের ভবিষ্যৎ।

নিচে এই কয়েকটি অসুবিধা গুলোর বর্ণনা দেওয়া হলো-

 

১. অনলাইনের নামে ফাকি ক্লাস

 

ছাত্রজীবনে যখন ছাত্ররা স্কুলে গিয়ে ক্লাস করতো তখন একদল ছাত্ররা স্কুল পালিয়ে ক্লাস ফাকি দিতো।

বর্তমানে এমন ছাত্রছাত্রীরা রয়েছে যারা আগের মতোই ক্লাসে ফাকি দেয়। তাও আবার সেটি অনলাইনে।

অনলাইনে ক্লাস করার নামে আজেবাজি জিনিস থেকে সময় নষ্ট করে দেয়।

অথচ কার্ডিয়ানরা জানে সে অনলাইনেই ক্লাস করছে।

অনলাইনে ক্লাসের এটি একটি ছাত্রদের মূল অসুবিধা। যদিও বর্তমানে স্কুল কজেল খোলার ঘোষণা দেওয়া হয়েছে।

 

২. অনলাইন ক্লাসে অমনোযোগী 

 

Online Class করলে ক্লাসের প্রতি অমনোযোগীতা আসবেই এটাই স্বাভাবিক।

কারণ হাতে ইন্টারনেট আর স্মার্ট ফোন থাকলে ক্লাসে অমনোযোগী হবেই।

আমাদের মধ্যে বেশির ভাগ ছাত্রছাত্রীরা এই অসুবিধায় ভুগছে।

আমার মতে এই থেকে বের হয়ে আসতে হলে বড় ভূমিকা রাখতে পারে পিতামাতারা।

তাই পিতামাতাকে ছাত্রদের প্রতি মনোযোগী হতে হবে।

 

৩. পড়া বুঝতে অসুবিধা

 

এই সমস্যাটি আগেও ছিলো বর্তমানে অনলাইন ভিত্তিক ক্লাসেও রয়েই গেছে।

আসলে পড়াশোনা বুঝতে হলে গভির ভাবে মনোযোগ না দিয়ে কখনো পড়া বোঝা যায় না।

শিক্ষাদের পক্ষে অনেক সময় দেখা যায় যে সকল ছাত্রদের পড়ার আপডেট নেওয়া সম্ভব হয় না।

ফলে তারা পড়াটা ঠিকমতো বুঝেছেকি না সেটা জানা সম্ভব হয় না।

বিশেষ করে এই সমস্যাটি দূর্বল ছাত্রদের ক্ষেত্রে বেশি হয়ে থাকে।

 

৪. নেটওয়ার্কের অসুবিধা

 

Online Class করার ক্ষেত্রে নেটওয়ার্কটি অনেক বড় অসবিধা হয়ে দাড়ায়।

কেননা সব জায়গায় বা সব স্থানের নেটকওয়ার্ক সমান নয়।

ঢাকা মধ্যে নেটওয়ার্ক এক রকম ঢাকার বাইরে অর্থাৎ গ্রাম অঞ্চলের নেটওয়ার্ক আরেক রকম।

নেটওয়ার্কের কারণে অনেক সময় ছাত্ররা শিক্ষকদের কথা ঠিক মতো বুঝতে পারে না।

ফলে পড়াশোনায় উন্নতি করতে পারে না। তবে অনলাইনে ক্লাস করা সুবিধাও রয়েছে।

 

>>> বর্তমানে অনলাইনে ক্লাস করা সেরা ৫টি অসুবিধা

 

৫. সকল ছাত্ররা ক্লাস করতে পারে না

 

আমরা সকলেই জানি অনলাইনে ক্লাস করতে হলে অনেক খরচ হয়ে থাকে।

সকল শিক্ষার্থীরা এমন খরচ ব্যায় করে অনলাইনে ক্লাস করতে পারে না।

বিশেষ করে নিম্ন আয়ের পরিবারের ছাত্রছাত্রীরা এই অসুবিধায় বেশি পড়ে থাকে।

কারণ অনলািইন ক্লাস করতে হলে ইন্টারনেট , মোবাইল ফোন, ভালো নেটওয়ার্ক এমন দূব্যের প্রয়োজন হয়।

আর তাদের জন্য এগুলো সংগ্রহ করাটা অনেক কঠিন হয়ে পড়ে।

 

আরো পড়ুন>> ২০২১ সালে জীবনকে বদলে যাওয়ার মতো ৫টি অভ্যাস জেনে রাখুন

 

আমাদের শেষ কথা

 

আধুনিক করা ক্ষেত্রে উপরের এই সমস্যা গুলো ছাড়াও আরো অনেক ধরনের সমস্যা রয়েছে।

এর আগেও অনলাইনে ক্লাস করার ক্ষতিকারন দিক সম্পর্কে আলোচনা করা হয়েছে।

আর এই প্রতিবেদনে কিছু ধরাণা দেওয়া হয়েছে অনলাইনে ক্লাস করার অসুবিধা সম্পর্কে।

এই আর্টিকেলটি পড়ার জন্য আপনাকে অসখ্যা ধন্যবাদ।

কোনো বিষয় সম্পর্কে আপনার কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন।

 

টেগ

অনলাইন ক্লাস বাংলা

About admin

Check Also

Step-by-Step Guide to DV Lottery Application Process

Step-by-Step Guide to DV Lottery Application Process

Are you dreaming of living in the United States? The Diversity Visa (DV) Lottery, also …