বিএমএড (BMED) পাঠ পরিকল্পনা পিডিএফ – BMED Lesson Plan With PDF File

বিএম এড (BMED) পাঠ পরিকল্পনা

বিএম পাঠ পরিকল্পনার লেয়াউট সহ পিডিএফ ডিজাইন টি পোষ্টের শেষে রয়েছে। এখান থেকে মূল বিষয় গুলো দেখে নিন কি কি ভাবে পাঠ পরিকল্পনা বানাতে হবে-

পরিচিতি

  • প্রতিষ্ঠানের নাম:
  • শিক্ষকের নাম: ..
  • পদবী ও বিষয়: ..
  • শ্রেণী: নবম
  • পিরিয়ড: ৩য়
  • শিক্ষার্থীর সংখ্যা: ৪২ জন
  • উপস্থিতি: ৩৬ জন
  • তারিখ:
  • বিষয়:
  • সাধারন পাঠ:দ্বিতীয় অধ্যায়
  • বিশেষ পাঠ:সালাম
  • সময়: ৫০ মিনিট
  • শিখনফল

শিখনফল

এই পাঠ থেকে শিক্ষার্থীরা যা শিখবে:-
১. সালাম এর পরিচয়,অর্থ ও উপকারিতা বলতে পারবে।
২.সালাম আদান প্রদানের মাসনূন শব্দাবলী বলতে পারবে।
৩.সালাম দেয়া-নেয়ার পদ্ধতি উপস্থাপন করতে পারবে।
৪.সালাম প্রদানের হুকুম বলতে ও লিখতে পারবে।
৫.সালামের জবাব দেয়ার হুকুম বলতে ও লিখতে পারবে।
৬.মহিলাদের সালাম দেয়ার বিধান বর্ননা করতে পারবে।
৭.মুসলিম অমুসলিম একত্রে থাকলে সালামের পদ্ধতি বলতে পারবে।
৮.প্রকৃত কৃপনের পরিচয় বলতে পারবে।

পদ্ধতি

  • একক কাজ: সালাম এর পরিচয়,অর্থ ও উপকারিতা পড়া।
  • জোড়ায় কাজ: সালাম আদান প্রদান করা।
  • দলীয় কাজ: সালাম প্রদানের হুকুম খাতায় লেখা ও উপস্থাপন করা।

উপকরণ

  • সাধারণ উপকরণ
  • বিশেষ উপকরণ
  • পাঠ্য পুস্তক
  • প্রজেক্টর
  • বোর্ড
  • মার্কার কলম
  • ডাস্টার

সময়

  • প্রস্তুতি ১০ মিনিট
  • উপস্থাপন ২৫ মিনিট
  • অভিযোজন১৫ মিনিট
  • পাঠপরিকল্পনা
  • উপধাপ সময় ১০মিনিট

উপ ধাপ শিক্ষকের কাজ শিক্ষার্থীর কাজ প্রস্তুতি

শুভেচছা বিনিময়
শ্রেণীকক্ষে প্রবেশ কক্ষে শিক্ষার্থীদের সাথে সালাম ও কুশলাদি বিনিময় করবো।
শিক্ষার্থীরা আদবের সাথে দাড়িয়ে সালামের উত্তর দিবে এবং মতবিনিময় করবে।
শ্রেণীবিন্যাস
শ্রেণীকক্ষে প্রয়োজনে শ্রেণীবিন্যাস করবো। শিক্ষার্থীরা কাজে সহযোগীতা করবে।
বাড়ির কাজ আদায়
শ্রেণী মনিটরের মাধ্যমে বাড়ির কাজ আদায় করব।
শিক্ষার্থীরা কাজে সহযোগীতা করবে।

পুর্ব জ্ঞান যাচাই ও মানসিক পরিবেশ তৈরী

শিক্ষার্থীদের পুর্ব জ্ঞান যাচাই এবং বর্তমান পাঠের উপরে কিছুপ্রশ্ন দ্বারা সংযোগ স্থাপন করবো।
শিক্ষার্থীরা প্রশ্নগুলোর সঠিক উত্তর দেয়ার  চেষ্টা করবে।
প্রেরনা কিছু দৃশ্যাবলীর মাধ্যমে শিক্ষার্থীদেও মধ্যে প্রেরণা জাগ্রত করবো।
নতুন পাঠ  ঘোষণা প্রাসঙ্গিক পাঠের সাথে মিল রেখে কোনগল্প,  গান ও ঘটনার সাথে মাধ্যমে শিক্ষার্থীদেও  থেকে নতুন পাঠ বের করেআনার চেষ্টা করবো।
নতুনপাঠশিরোনাম বোর্ডে লিখে দিবো।
শিক্ষার্থীরা শুনবে, পাঠ শিরোনাম বলার  চেষ্টা করবে এবং নতুন পাঠ শিরোনাম তাদের খাতায় লিখবে।

পাঠ পরিকল্পনা

ধাপ- সময় ২৫মিনিট
উপ ধাপ শিক্ষকের কাজ শিক্ষার্থীর কাজ উপস্থাপন
সরব পাঠ
শিক্ষার্থীদের জোড়ায় জোড়ায় বসার নির্দেশ  দিবো এবং তাদের কে উচ্চ স্বরে পড়তে বলবো।
তারা জোড়ায় জোড়ায় বসবেএবংউচ্চ স্বরে পড়বে।
নিরব পাঠ
শিক্ষার্থীদের নিরবে পড়ার নির্দেশ দেব। শিক্ষার্থীরা নিরবে পড়বে। নতুন ও
কঠিন শব্দের আলোচনা করা
পাঠ বিষয়ের মধ্য হতে নতুন কঠিন শব্দ বের  করে শব্দের নীচে দাগ দিয়ে চিহ্নিত করার  নির্দেশ দিব।
শিক্ষার্থীরা শব্দের নীচে দাগ দিয়ে  চিহ্নিত করবে।
অনুশীলন
২/৩ জন কে সামনে ডেকে উক্ত বিষয় অনুশীলন করাবো। শিক্ষার্থীরা অংশগ্রহন করবে।
পর্যালোচনা
গুরুত্বপূর্ণ বিষয় বা পাঠ শিরোনাম পোস্টারে  লিখে বা বোর্ডে ঝুলিয়ে দিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা দেখবে এবং প্রয়োজনে  অংশগ্রহন করবে।
ধাপ
সময় ১৫মিনিট
উপ ধাপ শিক্ষকের কাজ শিক্ষার্থীর কাজ
অভিযোজন মূল্যায়ন লিখিত ও মৌখিক প্রশ্নের মাধ্যমে কে কতটুক বুঝতে সক্ষম হলো তা জানার চেষ্টা করবো।
শিক্ষার্থীরা প্রশ্নের লিখিত ও মৌখিক  উত্তর দেয়ার চেষ্টা করবে।
বাড়ির কাজ
বাড়ির কাজ বোর্ডে লিখে দিবো এবং শিক্ষার্থীদের খাতায় লিখতে বলব।
শিক্ষার্থীরা বাড়ির কাজ তাদের খাতায় লিখে নিবে।
পাঠ সমাপ্তি
ঘন্টা পড়ার সাথে সাথে সকল উপকরণ গুছিয়ে  এবং বোর্ড মুছে ধন্যবাদ ও সালাম দিয়ে শ্রেণীকক্ষ ত্যাগ করব।
শিক্ষার্থীরা আদবের সাথে দাড়িয়ে সালামের উত্তর দিবে এবং ধন্যবাদ
জানাবে।

BMED পাঠ পরিকল্পনা পিডিএফ ফাইল

পিডিএফ ভার্সনে সুন্দর করে সাজানো রয়েছে। যাদের উপর থেকে বুঝতে অসুবিধা হচ্ছে তারা পিডিএফ দেখে নিন- পিডিএফ ফাইল সংগ্রহ করে নিন BMED পাঠ পরিকল্পনায় ক্লিক কর।

স্কুল-কলেজে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের নতুন এমপিও আবেদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র

About admin

Check Also

১৮ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার সিলেবাস (MCQ)

১৮ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার সিলেবাস (MCQ)

বেসরকারি শিক্ষক নিবন্ধন কর্তৃপক্ষ ২০২৩ সালের ১৮ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার সিলেবাস (MCQ) প্রকাশ করেছে। …