বিজয় কিবোর্ড বাংলা লেখার নিয়ম – পিডিএফ সহ

বিজয় কিবোর্ড বাংলা লেখার নিয়ম- কম্পিউটারে বাংলা লেখার নিয়ম গুলোর মধ্যে বিজয় কিবোর্ডের নিয়ম গুলো ফলো করেই বেশিরভাগ মানুষ কম্পিউটারে বাংলা লিখেন। আপনারা নতুন যারা টাইপিং শিখতে চাচ্ছেন বাংলা দ্রুত লেখার জন্য বিজয় কিবোর্ড কোনো বিকল্প নেই।

বিজয় কিবোর্ড বাংলা লেখার নিয়ম গুলো জানা থাকলে সহজেই আপনারা আপনাদের কম্পিউটারে বাংলা লেখার দক্ষতা ফুটিয়ে তুলতে পারবেন। প্রিয় পাঠকগণ, আমাদের আজকের আর্টিকেলে জানাবো বিজয় কিবোর্ড বাংলা লেখার নিয়ম এবং পোস্টের শেষে বিজয় কিবোর্ড বাংলা লেখার নিয়ম PDF ফাইল টি দিয়ে দিব।

বিজয় কিবোর্ড কে আবিস্কার করেন

অনেকেই জানেন না যে বিজয় কিবোর্ড আবিস্কার কে করেন। মূলত বিজয় কিবোর্ড আবিস্কার করেন মোস্তফা জব্বার। তার ক্যারিয়ার জীবনের অন্যতম সফল একটি অধ্যায় ছিল বিজয় কিবোর্ড।

বিজয় কিবোর্ড বাংলা লেখার নিয়ম

বিজয় কিবোর্ড আর অভ্র একেবারেই আলাদা। বিজয় কিবোর্ডে যদি “ক” “J “দিয়ে তবে অভ্র তে হবে “K” দিয়ে। বিজয় কীবোর্ডে বাংলা লেখার জন্য স্বরবর্ণ ও ব্যাঞ্জন বর্ণের জন্য আলাদা আলাদা নিয়ম রয়েছে। যেগুলো নিচে আমরা দিলাম-

বিজয় কিবোর্ড দিয়ে স্বরবর্ণ লেখার নিয়ম

বাংলা বর্ণমালায় মোট স্বরবর্ণের সংখ্যা ১১ টি। ১১ টি স্বরবর্ণ কিভাবে বিজয় কিবোর্ডে লিখবেন তা নিচের টেবিলে দেখুন-

স্বরবর্ণ কীবোর্ড কমান্ড
 অ  Shift+F
 আ  G+F
 ই  G+D
 ঈ  G+Shift+D
 উ  G+S
 ঊ  G+Shift+S
 ঋ  G+A
 এ  G+C
 ঐ  G+Shift+C
 ও  X
 ঔ  G+Shift+X

বিজয় কিবোর্ড দিয়ে ব্যাঞ্জনবর্ণ লেখার নিয়ম

বাংলা বর্ণমালায় মোট ব্যাঞ্জনবর্ণের সংখা হলো ৩৯ টি। যথাক্রমে সব গুলো অক্ষর লেখার কমান্ড গুলো দেখে নিন-

বিজয় কিবোর্ড বাংলা লেখার নিয়ম
ব্যঞ্জনবর্ণ কিবোর্ড কমান্ড
 ক  J
 খ  Shift+J
 গ  o
 ঘ  O
 ঙ  Q
 চ  Y
 ছ  Shift+Y
 জ  U
 ঝ  Shift-U
   Shift+I
 ট  L
 ঠ  Shift+T
 ড  E
 ঢ  Shift+E
 ণ  Shift+B
 ত  K
 থ  Shift+K
 দ  L
 ধ  Shift+L
 ন  B
 প  R
 ফ  Shift+R
 ব  H
 ভ  Shift+H
 ম  M
 য  W
 র  V
 ল  Shift+V
 শ  Shift+M
 ষ  Shift+N
 স  N
 হ  L
 ঢ়  P
 য়  Shift+W
 ৎ  Shift+/
  ং  Shift+Q
  ঃ  /
   ঁ  Shift+7

বিজয় কিবোর্ড বাংলা লেখার নিয়ম অন্যান্য

বিজয় কিবোর্ড দিয়ে শব্দ তৈরি করতে হলে বিভিন্ন ধরণের” “কার” ই” কার প্রয়োজন হয়। নিচের টেবিলে দেখে নিন সেগুলো –

বিজয় কিবোর্ড বাংলা লেখার নিয়ম
কার কিবোর্ড কমান্ড
 ে  C
 ো
 ৌ  Shift+X
 ৈ  Shift+C
 া  F
 ী  Shift+D
 ৃ  A
 ্য  Shift+Z
 ি  D
 র-ফলা  Z
 হসন্ত  G
। দাড়ি  Shift+G
 রেফ  Shift+A
 ু  S
 দীর্ঘা উ  Shift+S

বিজয় কিবোর্ড বাংলা লেখার নিয়ম PDF

বিজয় কিবোর্ড বাংলা লেখার নিয়ম সম্পুর্ন পিডিএফ ফাইল রয়েছে। উক্ত ফাইল টি সংগ্রহ করে নিন এখানেএখানে ক্লিক করে।

আমাদের শেষ কথা

বিজয় কিবোর্ড বাংলা লেখার নিয়ম আর্টিকেলে আমরা কম্পিউটারে বাংলা লেখার নিয়ম গুলো তুলে ধরলাম। যদি যুক্তাক্ষর লেখা শিখতে চান তবে পরবর্তী কোনো আর্টিকেলে বিজয় কিবোর্ড দিয়ে যুক্তাক্ষর লেখার নিয়ম গুলো তুলে ধরব। ধন্যবাদ সকল কে।

আরো পড়ুন- 

About admin

Check Also

আসল ভিটমেট ডাউনলোড করব কিভাবে

আসল ভিটমেট ডাউনলোড করব কিভাবে বিস্তারিত দেখে নিন

আসল ভিটমেট ডাউনলোড করব কিভাবে – বর্তমানে মোবাইল ফোনে ইউটিউব থেকে কিছু ডাউনলোড করার জন্য …