বিপদের দোয়া – অনাকাঙ্ক্ষিত ভাবে বিপদে পড়লে কোন দোয়া পড়া উচিৎ?

বিপদের দোয়া – আল্লাহ পাক রব্বুল আলামীন আমাদের পরিক্ষা করার জন্য অনেক সময় অনেক রোগ বা বিপদ আপদ দিয়ে থাকেন। আমাদের পরিক্ষা করেন যে বিপদে পরলে আমরা কি করি, আল্লাহকে ভুলে যাই নাকি তার সরনাপন্ন হই সেটা দেখেন।

তাই যদি কখনো আমরা কোন বিপদে বা সমস্যার মধ্যে পরি আল্লাহর কাছে ওই বিপদের জন্য দোয়া করলে আল্লাহ ওই বিপদ কে দূর করে দেয়। তবে আল্লাহ কাছে সাহায্য চাইলে চাওয়ার মতো চাইতে হবে।

বিপদের দোয়া

কেননা এমন লোক ও আছে যারা নামাজ রোজা করে না আল্লাহর সাথে শরিক করে এ সব লোকেদের দোয়া তো আল্লাহ কবুল করবেন না। তাই আমরা আগে তাওবা করে আল্লাহ কাছে সমস্যার জন্য সাহায্য চাইবো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের দোয়াকে কবুল করবেন। আল্লাহ অতি দয়ালু এবং মহান। তার কাছে চাওয়ার মতো চাইতে পারলেই দোয়া কবুল করে নিবে। আল্লাহ পাক কুরআনের মধ্যে বলেছেন যে, দুনিয়ার সকল মানুষকে আমি ১০০ ভাগের এক ভাগ ভালবাসা দিয়েছি আর ৯৯ ভাগ ভালোবাসা আমি আল্লাহ নিজের কাছে রেখেছি, সুবহানাল্লাহ।

আরো পড়ুন – কবর জিয়ারত করার নিয়ম 

আমরা মা বাবার কাছে কোন কিছু আবদার করলে তারা তা যতটুকু সম্ভব পুরন করেন আর আল্লাহ তো ৯৯ ভাগ ভালোবাসা তার কাছে  রেখেছেন বান্দাকে মাফ করার জন্য তাদের দোয়া কবুলের জন্য। তাই আমরা বিপদে পরলে সবার আগে আল্লাহর কাছে ওই বিপদের দোয়া চাইবো তাহলেই ইনশাআল্লাহ সকল প্রকার বিপদ সমস্যা দূর হয়ে যাবে।

আজকে আমরা বিপদে পরলে কি কি করনিয় আছে আর কোন দোয়া করলে বিপদ দূর হয় এবং কি ভাবে দোয়া করলে আল্লাহ কবুল করবেন তা সম্পর্কে আলোচনা করবো ইনশাআল্লাহ। বিপদের দোয়া সম্পর্কে যদি আপনি ভালোভাবে জানতে চান তাহলে আর্টিকেল টি পড়ে ফেলুন।

বিপদে পরলে কি করনীয়

প্রথমে কোন সমস্যা বা বিপদে পরলে ধৈর্য ধারন করতে হবে। আর এটা বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ তার বান্দাকে বিপদ দিয়ে পরিক্ষা করেন তাই মাথা ঠান্ডা রেখে আল্লাহ কাছে ফরিয়ত করতে হবে যে হে, আল্লাহ! আপনার পরিক্ষায় আমার মতো গুনাগার বান্দা কখনো উত্তির্ন হতে পারবে না তাই আমাকে আপনার রহম দান করুন এবং এই বালা মছিবত বিপদ আপদ থেকে আমাকে মুক্তি দান করুন।

আল্লাহ পাক রব্বুল আলামীন অতি দয়ালু এবং মহান তাই তার দরবারে রাতের অন্দকারে তাহাজ্জুদের নামাজ আদায় করে অনুতপ্ত হয়ে গুনা থেকে মাফ চেয়ে আমাদের সমস্যা বা বিপদের কথা বললে আল্লাহ তা সমস্যার সমাধান করবেন ইনশাআল্লাহ।

যে দোয়া পরে দোয়া করলে আল্লাহ কবুল করনে

নবী করিম সঃ বলেন, সূরা ফাতিহা হলো সকল রোগের ঔষধ তাই যদি আমাদের কোন কঠিন রোগ বালাই হয় তাহলে সূরা ফাতেহা সূরা ইখলাস পরে পানিতে ফুক দিয়ে যদি রোগিকে খাওয়ানো হয় তাহলে ইনশাআল্লাহ আল্লাহর অশেষ মেহেরবানীতে সকল প্রকার রোগ বালাই মাফ হয়ে জাবে। কুরআন ও হাদিসে বিপদের দোয়া রয়েছে এর মধ্যে সর্ব উত্তম দোয়া হলো,

বিপদের দোয়া বাংলা উচ্চারণ

আরবীর বাংলা উচ্চারণঃ আস্তাগফিরুল্লা ; আস্তাগফিরুল্লা হাল্লাজি লা ইলাহা ইল্লা হুওয়াল হায়্যুল কাইউম ওয়া তবু ইলাইহি।

অর্থঃ আমি আল্লাহ কাছে ক্ষমা প্রার্থনা করছি।

দোয়া কবুল হওয়ার উপায়

আল্লাহর কাছে তুমি যে অবস্থায় থাকোনা কেন অনুতপ্ত হয়ে সে আবস্তায় দোয়া করলেই আল্লাহ দোয়া কবুল করবেন। আর যদি কখন কারোর কোন উপকার করো তাহলে তার ওছিলা দিয়ে দোয়া করলেও আল্লাহ সে দোয়া কবুল করবেন। যেমনঃ তুমি যদি কোন দিন কাউকে হাসাপাতালে নিয়ে তার উপকার করেছো বা কোন অসহায় লোক কে খাবার খায়িয়ে তার জিবন বাচিয়েছ ইত্যাদি এমন কাজ করছে তাহলে তার উছিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ তার দোয়া কবুল করবেন।

আরো পড়ুন – সহীহ হাদিস কাকে বলে – হাদিস সহিহ হওয়ার 5 টি শর্ত?

এ কথা হাদিস দ্বারা প্রমানিত, হযরত আবু হুরায়রা রাঃ হতে বর্নিত তিনি বলেন রাসুলুল্লাহ সাঃ বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ বলবেন। হে, আদম সন্তান আমি অসুস্থ হয়েছিলাম তোমরা তকন আমাকে কেন দেকতে জাওনি?

মানুষেরা বলবেন হে আল্লাহ আপনি তো প্রভু আপনি কি ভাবে অসুস্ত হয়েছেন তখন আল্লাহ বলবেন কেন তোমার প্রতিবেশী যখন অসুস্থ হয়েছিল তখন তো তুমি তাকে দেখতে যাওনি তাকে সাহায্য করোনি।  তোমরা কি জানতে না যে যদি তুমি তাকে সেবা যত্ন করতে তাহলে তার কাছে আমাকে দেখতে পেতে। ( মুসলিম ও মেসকাত)

শেষ কথা

বিপদের দোয়া – আমরা যখনি কোন বিপদ আপদ বা বলা মুসিবতে পরবো তকনি আল্লাহর কাছে দোয়া করবো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকল সমস্যার সমাধান করবেন।

আরো পড়ুন – বৃষ্টির দোয়া – বর্জপাতের সময় কোন দোয়াটি পড়তে হয়? – 2022

About admin

Check Also

জুমার নামাজের নিয়ত

জুমার নামাজের নিয়ত, নিয়ম ও ফজিলত সম্পর্কে বিস্তারিত

আপনি যদি জুমার নামাজের নিয়ত না জানেন তাহলে আজকের পোস্টটি আপনার জন্য। জুমার নামাজ প্রতি …