মোবাইলে ভিডিও এডিটিং সফটওয়্যার – Best mobile video editing App 2023

মোবাইলে ভিডিও এডিটিং সফটওয়্যার – বর্তমানে সবার কাছে ভিডিও এডিটিং করার জন্য পিসি অথবা ল্যাপটপ না থাকলেও মোবাইলে প্রফেশনাল মানের ভিডিও এডিট করা যায়। অনেকেই টিকটক ভিডিও এডিটিং সফটওয়্যার খুজেন ফেসবুক ভিডিও এডিটিং এপ খুজে থাকেন। বর্তমানে প্রায় অধিকাংশ মানুষ মোবাইলের মাধ্যমে ভিডিও এডিট করে থাকে।

প্রিয় বন্ধুরা, আপনি কি মোবাইলে ভিডিও এডিটিং সফটওয়্যার খুজছেন তবে আজকের আর্টিকেল টি শুধুমাত্র আপনার জন্য। আজকের আর্টিকেলে আমরা জানবো মোবাইলে ভিডিও এডিটিং করার সেরা ১০ টি সফটওয়্যার সম্পর্কে। ভিডিও তে টেক্সট যুক্ত করা, ইফেক্ট দেয়া সহ যাবতীয় সকল কাজ প্রফেশনাল ভাবে করতে পারবেন এই ১০ টি সফটওয়্যার এর মাধ্যমে।

মোবাইলে ভিডিও এডিটিং সেরা ১৫ টি সফটওয়্যার

মোবাইলে ভিডিও এডিটিং করার জন্য অনেক পরিমানে সফটওয়্যার রয়েছে। কিন্তু সব সফটওয়্যার গুলো মানের দিক থেকে ভালো হয় না। তাই আমরা মোবাইলে ভিডিও এডিটিং সফটওয়্যার আর্টিকেলে সেরা ১0 টি সফটওয়ার নিয়ে আলোচনা করব। প্রতিটি সফটওয়্যার আপনারা প্লে স্টোর এর মাধ্যমে আপনার মোবাইলে ইন্সটল করে নিতে পারবেন। তো চলুন দেখে নেই মোবাইলে ভিডিও এডিটিং সফটওয়্যার গুলো সম্পর্কে –

১ – CapCut – মোবাইলে ভিডিও এডিটিং সফটওয়্যার

যে কোনো মোবাইলে স্মুথলি ভিডিও এডিট করার জন্য সবচেয়ে জনপ্রিয় একটি সফটওয়্যার হলো CapCut. ক্যাপকাট এর মাধ্যমে যে কোনো ধরণের ভিডিও এডিটিং করা যায়। বিশেষ করে টিকটক ভিডিও এডিট করার জন্য রয়েছে অসংখ্য টেমপ্লেট। CapCut ভিডিও এডিটর এর বৈশিষ্ট হলো –

  • ভিডিও ক্রপ করা যায়
  • ভিডিও এর অপ্রয়োজনীয় অংশ বাদ দেয়া যায়।
  • স্লো মোশন ভিডিও তৈরি করা যায়।
  • বিভিন্ন ধরণের এনিমেশন ইফেক্ট রয়েছে।

ইত্যাদি ছাড়াও অসংখ্য ফিচার দিয়ে ভরপুর। ব্যাক্তিগত ভাবে আমার কাছে মোবাইলে ভিডিও এডিটিং এর জন্য বর্তমানের সেরা একটি সফটওয়্যার এটি।

২ – Inshot – মোবাইলে ভিডিও এডিটিং সফটওয়্যার

মোবাইলে ভালো মানের ভিডিও এডিটিং করার জন্য আরেকটি সেরা সফটওয়্যার হলো Inshot. এই সফটওয়্যার টি অনেকটা CapCut এর মত। যারা CapCut ভালো ভাবে ব্যবহার করতে পারবেন তারা সহজেই Inshot এর মাধ্যমে ভিডিও এডিটিং করতে পারবেন। ফেসবুক, ইউটিউব ও টিকটকের ভিডিও এডিট এর জন্য ব্যবহার করতে পারেন Inshot ভিডিও এডিটর। এই সফটওয়্যার টির কয়েক টি বৈশিষ্ট হলো –

  • স্লাইড শো ভিডিও তৈরি করতে পারবেন।
  • কোনো লিমিট নেই আপনার ইচ্ছা মত ভিডিও এর সময় নির্ধারণ করতে পারবেন।
  • যে কোনো সাইজের মত করে ভিডিও ক্রপ করতে পারবেন।
  • ভিডিও তে থাকা ওয়াটার মার্ক দূর করতে পারবেন।
  • ভয়েস যুক্ত করতে পারবেন

এ ছাড়াও আরো অসংখ্য ফিচার রয়েছে এই সফটওয়্যার টি তে। মোবাইলে ভিডিও এডিটিং করার জন্য ভালো এপ খুজে থাকলে Inshot ব্যবহার করে দেখতে পারেন।

আরো পড়ুন – বিদেশ যাওয়ার জন্য ট্রেনিং করতে কি কি লাগে – কেন প্রশিক্ষন দরকার?

৩ – FilmoraGo – মোবাইলে ভিডিও এডিটিং সফটওয়্যার

মোবাইলে ভালো ভিডিও এডিট করার জন্য সেরা একটি সফটওয়্যার হলো FilmoraGo. স্মুথলি যে কোনো ভিডিও এডিট করার জন্য এপ টি বেশ কার্যকরী। প্রচুর পরিমানে ভিডিও ইফেক্ট পাবেন যা ভিডিও এডিটিং এর জন্য অনেক বেশি গুরুত্বপূর্ন। FilmoraGo সফটওয়্যার টি কয়েকটি বৈশিষ্ট হলো –

  • সহজে শেয়ার করা যায় এডিট করার পর।
  • এডিটিং এর সময় নিচে ভিডিও প্লে করে দেখা যায়।
  • কয়েক হাজার স্টিকার আছে।
  • ভিডিও ক্রপ, ট্রিম ইত্যাদি তো আছেই।

মোবাইলে কম এম্বির মধ্যে ভালো একটি ভিডিও এডিটিং সফটওয়্যার খুজে থাকলে FilmoraGo ব্যবহার করে দেখতে পারেন।

আরো পড়ুন – ফটো এডিট করার ভালো এপ্স কোনটি – Best 5 Photo Editing Apps

৪ – Kinemaster – মোবাইলে ভিডিও এডিটিং সফটওয়্যার

মোবাইলের ভিডিও এডিটিং সফটওয়্যার নিয়ে কথা বলব আর সেখানে Kinemaster থাকবে না সেটা তো অসম্ভব। অনেক আগে থেকেই মোবাইলে ভিডিও এডিট এর জন্য সেরা সফটওয়্যার ছিল Kinemaster. যারা ভালো মানের ভিডিও এডিটিং এর মোবাইলের মাধ্যমে করতে পারবেন তাদের ক্ষেত্রে এপ টি ভালো ভাবে কাজ করবে। এই সফটওয়্যার এর কয়েকটি বৈশিষ্ট হলো –

  • বিভিন্ন লেয়ার এর মাধ্যমে ভিডিও এডিট করতে পারবেন।
  • ভিডিও এর ব্যাকগ্রাউন্ড সহজে পরিবর্তন করতে পারবেন।
  • ভিডিও এডিটিং এর সময়ে সরাসরি ভয়েস যুক্ত করতে পারবেন ও নয়েজ মুক্ত করে নিতে পারবেন।
  • যে কোনো ধরণের রেজুলেশন এর ভিডিও সেভ করতে পারবেন।

এ ছাড়াও অনেক কাজ এই করা যায় Kinemaster ভিডিও এডিটরের মাধ্যমে। যদি আপনি কাজ ভালো ভাবে শিখে নিতে পারেন তাহলে প্রফেশনাল মানের যে কোনো ভিডিও সহজেই এডিট করে নিতে পারবেন।

৫ – PowerDirector – মোবাইলে ভিডিও এডিটিং সফটওয়্যার

মোবাইলে ভাল ভিডিও এডিট এর জন্য অন্যতম সেরা একটি সফটওয়্যার হলো – PowerDirector. এটি দিয়ে বিভিন্ন ধরণের এডিট করা যায়। অনেকটা Kinemaster এর মত ফিচার পাবেন PowerDirector এপে। গ্রিন স্কিন এর ভিডিও এডিটিং এর জন্য অতিরিক্ত অনেক ফিচার পেয়ে যাবেন। চলুন দেখে নেই PowerDirector এপ এর কয়েকটি বৈশিষ্ট –

  • 4K রেজুলেসনে এডিট করা ভিডিও সেভ করতে পারবেন।
  • ভিডিও তে স্লো মোশন ও ফার্স্ট মোশন যুক্ত করতে পারবেন।
  • ভিডিও এর নড়াচরা বন্ধ করতে পারবেন (হেটে ভিডিও করলে অতিরিক্ত নড়াচরা কারনে ভিডিও এর মান ভালো দেখায় না)
  • বিভিন্ন ধরণের এনিমেটেড টাইটেল টেক্সট যুক্ত করতে পারবেন।

৬ – Adobe Premiere Rush – মোবাইলে ভিডিও এডিটিং সফটওয়্যার

এডবি এর সফটওয়্যার গুলো অনেক বেশি প্রফেশনাল মানের হয়ে থাকে। যে কোনো ধরনের ভিডিও কে সুন্দর ভাবে মোবাইলে এডিট করার জন্য অসাধারন একটি এপ এটি। এই এপের যে ফিচার গুলো পাবেন –

  • এক সাথে অনেক গুলো ট্রাক ভিডিও এডিট করতে পারবেন।
  • কপিরাইট ফ্রি বিভিন্ন ধরণের অসংখ্য সাউন্ড ইফেক্ট ও মিউজিক ব্যবহার করতে পারবেন।
  • কনটেন্ট লাইবেরি থেকে আপনার প্রয়োজনীয় ভিডিও ক্লিপ ব্যবহার করতে পারবেন।
  • 4K রেজুলেসনে ভিডিও সেভ করতে পারবেন।

আরো অসংখ্য ফিচার পেয়ে যাবেন। আপনি যদি প্রিমিয়াম ব্যবহার করেন তাহলে সকল ফিচার গুলো সহজেই ব্যবহার করতে পারবেন।

আরো পড়ুন – ছেলেদের গিফট আইটেম – যে কোনো বয়সি ছেলে কে কি গিফট দিবেন?

৭ – Film Maker Pro – মোবাইলে ভিডিও এডিটিং সফটওয়্যার

মোবাইলে ভিডিও এডিটিং সফটওয়্যার গুলোর মধ্যে আরেকটি অসাধারন সফটওয়্যার হলো Film Maker Pro. যে কেউ চাইলে এটার মাধ্যমে অনেক সুন্দর করে ভিডিও এডিট করতে পারবে। বিশেষ করে যারা ভ্লগ ভিডিও এডিট এর জন্য মোবাইলের ভিডিও এডিটর খুজছেন তাদের জন্য ভালো হবে। দেখে নিন এপ টির ফিচার গুলো কে –

  • ভিডিও এডিট কিভাবে করবেন সেটার টিয়োটোরিয়াল এপ এর মধ্যে পেয়ে যাবেন।
  • ভিডিও ইন্ট্রো বানানোর জন্য অসংখ্য টেমপ্লেট পেয়ে যাবেন।
  • ভিডিও এডিট করার জন্য অনেক ইফেক্ট পেয়ে যাবেন।
  • ভিডিও থেকে সহজে ক্লিপ বানাতে পারবেন

আরো অনেক ফিচার এই এপে রয়েছে। ফ্রি ভিডিও এডিট খুজে থাকলে এই এপটি আপনি দেখতে পারেন।

আরো পড়ুন – অনলাইনে বিবাহ রেজিস্ট্রেশন যাচাই করার নিয়ম – নিকাহ রেজিস্ট্রার করার নিয়ম

৮ – Mojo – মোবাইলে ভিডিও এডিটিং সফটওয়্যার

বর্তমানে ফেসবুকে রিলস ও ইন্সটাগ্রামে স্টোরি তৈরি করার জন্য সবচেয়ে সেরা একটি ভিডিও এডিটর এটি। আমরা অনেকেই রিলস ভিডিও বানানোর জন্য ভালো একটি ভিডিও এডিটর খুজে থাকি তারা এটি ব্যবহার করতে পারেন। বিভিন্ন ধরণের এনিমেটেড ইফেক্ট রয়েছে। এই এপের প্রধান কিছু বৈশিষ্ট হলো

  • বিভিন্ন ধরনের টেক্সট ইফেক্ট যুক্ত করতে পারবেন।
  • ভালো মানের সাউন্ড মিউজিক পাবেন যেগুলো ভিডিও তে যুক্ত করতে পারবেন।
  • ছবি দিয়ে ভিডিও তৈরি করতে পারবেন।
  • বিভিন্ন পেজ স্টোরি বানাতে পারবেন।

৯ – Canva – মোবাইলে ভিডিও এডিটিং সফটওয়্যার

বর্তমানে সহজে ভিডিও এডিট করার একটি এপ হলো Canva. এটা দিয়ে সহজেই আপনারা কোনো প্রকার এডিটিং দক্ষতা ছাড়াই প্রফেশনাল মানের ভিডিও এডিট করে নিতে পারবেন। এটার জন্য আপনি ক্যনভার ওয়েবসাইটে অথবা মোবাইলে ইন্সটল করে ব্যবহার করে পারেন। ক্যনভার অন্যতম বৈশিষ্ট হলো এখনে বিষয় ভিত্তিক অনেক টেমপ্লেট পেয়ে যাবেন যেগুলো আপনি ফ্রি অথবা প্রিমিয়াম ব্যবহার করতে পারবেন।

১০ – Picsart – মোবাইলে ভিডিও এডিটিং সফটওয়্যার

Picsart আমরা অনেকেই মোবাইলের সবচেয়ে জনপ্রিয় একটি ফটো এডিটর হিসেবে চিনি। তবে বর্তমানে Picsart এর মাধ্যমে ভিডিও এডিট করা যায়। যারা পূর্বে এটা দিয়ে বিভিন্ন ছবি এডিট করছেন তারা সহজেই এটার মাধ্যমে ভিডিও এডিটিং করে নিতে পারবেন। এই এপে পাবেন বিভিন্ন ধরণের টেমপ্লেট যেটার মতো করে আপনাদের ভিডিও কয়েক সেকেন্ডে বানিয়ে ফেলতে পারবেন।

ভিডিও এডিটিং এর জন্য কোন ২টি সফটওয়্যার অবশ্য জরুরি?

অনেকেই জানতে চান যে মোবাইলে ভিডিও এডিট এর ক্ষেত্রে কোন দুটি সফটওয়্যার বেশি জরুরি। মোবাইলে ভিডিও এডিট এর জন্য ২ টি সফটওয়্যার অনেক দরকারি –

  1. Kinemaster
  2. CapCut

এই দুটো সফটওয়্যার ভিডিও এডিটিং এর জন্য অবশ্য জরুরি।

আরো পড়ুন – ডিজিটাল মার্কেটিং কি – ডিজিটাল মার্কেটিং কিভাবে করে বিস্তারিত

আমাদের শেষ কথা

মোবাইলে ভিডিও এডিটিং সফটওয়্যার – আর্টিকেলে আমরা বর্তমান সময়ের সেরা কয়েকটি সফটওয়্যার এর তালিকা দিলাম। আপনি যে সফটওয়্যার এর কাজ ভালো পারেন সেটা দিয়ে এডিট করুন। ধন্যবাদ আর্টিকেল টি পড়ার জন্য।

About admin

Check Also

আসল ভিটমেট ডাউনলোড করব কিভাবে

আসল ভিটমেট ডাউনলোড করব কিভাবে বিস্তারিত দেখে নিন

আসল ভিটমেট ডাউনলোড করব কিভাবে – বর্তমানে মোবাইল ফোনে ইউটিউব থেকে কিছু ডাউনলোড করার জন্য …