রাফসান নামের অর্থ কি – ইসলামে রাফসান রাখা যাবে কি না

রাফসান নামের অর্থ কি – ইসলামে সুন্দর নামের জন্য তাগিদ দেয়া হয়েছে। সুন্দর ইসলামিক নাম এর অর্থ যেমন সুন্দর হয় ঠিক তেমনি সুন্দর নাম মানুষের কাছে শুনতেও ভালো লাগে। রাফসান একটি অসাধারন ইসলামিক নাম। আমাদের মধ্যে অনেকেই রাফসান নামের রয়েছেন। কিন্তু অনেকেই জানিনা আমাদের নামের অর্থ টি আসলে কি, আবার অনেকে শিশু জন্ম হওয়ার পরে বুজতে পারেন না রাফসান নামটি কি ইসলামিক নাম কি না। তাই আমরা আজকের আর্টিকেলে তুলে ধরব রাফসান নামের ইসলামিক অর্থ রাফসান নামটি রাখা যাবে কি না ইত্যাদি সকল কিছু।

রাফসান নামের অর্থ কি

রাফসান একটি ছেলেদের নাম যার অর্থ হলো – মেধাবী, মনোযোগী, বুদ্ধিমান। রাফসান শব্দটি একটি আরবী ভাষার শব্দ। আরবী ভাষা থেকে রাফসান শব্দটি এসেছে।

রাফসান নাম কি ইসলামিক নাম?

রাফসান নাম টি একটি ইসলামিক নাম। এর অর্থ অনেক সুন্দর। ইসলামে খারাপ বা কুফরি অর্থের নাম রাখার কোনো বিধান নেই। রাফসান শব্দটির আরবী উচ্চারন হলোرفسان

নামটি কুরআনে উল্লেখ্য না থাকলেও রাফসান নামটি ইসলামিক নাম হিসেবেই ধরা হয়ে থাকে।

ইসলামে রাফসান নাম রাখা যাবে কি

রাফসান নাম টি ইসলামে রাখা যাবে। মুসলিম ছেলে শিশুদের রাফসান নাম টি রাখা যাবে।

রাফসান নামের ইংরেজি ও আরবী বানান

একনজরে রাফসান নামের অর্থ
নাম রাফসান
অর্থ  মনোযোগী
আরবী বানান  رفسان
ইংরেজি বানান  Rafsan
ইংরেজি অর্থ  Attentive
লিঙ্গ  ছেলে
ইসলামিক নাম কি  হ্যা ইসলামিক নাম
পরিচিত দেশ  ভারত, পাকিস্তান, বাংলাদেশ
ছোট নাম  হ্যা, ছোট নাম

 ছেলের জন্য রাফসান টি রাখা যাবে?

হ্যা, অবশ্যই। রাফসান  নাম টি মূলত ছেলে শিশুদের একটি ইসলামিক নাম

রাফসান নাম টি কি মেয়েদের রাখা যাবে?

না, রাফসান নাম টি মেয়ে শিশুদের নাম নয়। এটি শুধু মাত্র ছেলেদের নামের ক্ষেত্রেই রাখা যাবে।

রাফসান নামে সাথে মিল রেখে যে নাম গুলো রাখা যাবে

নিচের দেয়া নাম গুলো রাফসান নামের সাথে মিল রেখে রাখতে পারবেন। রাফসান নামের সাথে অনেকটা মিলে এমন কয়েকটি জনপ্রিয় নামের তালিকা নিচে দিয়ে দিলাম-

  1. রাফসান ইসলাম
  2. রাফসান রহমান
  3. রাফসান হাওলাদার
  4. রাফসান চৌধুরি
  5. রাফসান আহমেদ
  6. রাফসান হাসান
  7. রাফসান নেওয়াজ
  8. আব্দুর রাফসান
  9. আল রাফসান
  10. রাফসান শেখ
  11. রাফসান খান
  12. রাফসান তালুকদার
  13. রাফসান কবির

রাফসান নাম সম্পর্কিত প্রশ্ন উত্তর

[sc_fs_faq html=”true” headline=”h4″ img=”” question=”রাফসান কোন ভাষার শব্দ?” img_alt=”” css_class=””] রাফসান শব্দটি আরবী ভাষা থেকে এসেছে। [/sc_fs_faq]
আমাদের শেষ কথা

রাফসান নামের অর্থ কি আর্টিকেলে আমরা রাফসান নামের ইসলামিক ও ইংরেজি অর্থ জানানোর চেষ্টা করলাম। আপনার শিশুর জন্য যদি র দিয়ে সুন্দর ইসলামিক নাম খুজে থাকেন তবে রাফসান নাম টি অবশ্যই রাখতে পারেন। এটি সুন্দর অর্থবহ একটি ইসলামিক নাম

আরো পড়ুন-

About admin