রূপমূল কাকে বলে – কত প্রকার ও কি কি

রূপমূল কাকে বলে – ভাষা তৈরি হয় ধ্বনি সমস্টি এর মাধ্যমে। ধ্বনি কে বলা হয় ভাষার ক্ষুদ্রতম একক। একক ভাবে যে ধ্বনি গুলো ভাষার মধ্যে থাকে সেগুলোর কোনো অর্থ থাকেনা। অর্থ বোধক ধ্বনি তৈরি করার জন্য সকল একক ধ্বনি কে এক সাথে জুড়ে দিতে হয়।

শিক্ষার্থী বন্ধুরা আমাদের আজকের আর্টিকেলে জানাবো রুপমূল কাকে বলে, রুপমূল কত প্রকার কি কি ইত্যাদি।

রূপমূল কাকে বলে

রুপমূলের সংজ্ঞা – ভাষায় ব্যবহুত এক বা একাধিক অর্থপূর্ণ ধ্বনির একক গুচ্ছ কে রুপমূল বলে।
যে পদ গুলো শুধু মাত্র একটি ধ্বনি নিয়ে গঠিত হয় যেমন- ‘’এ’’ একটি রুপমূল। যে শব্দ গুলো ভাংলে অন্য কোনো অর্থ প্রকাশ করে সেগুলো রূপমূল নয়। এখানে “এ” শব্দটি কে অন্য কোনো অর্থ প্রকাশ করে না।

রুপমূল কত প্রকার

রূপমূল সাধারণত দুই প্রকার-

  1. মুক্ত রূপমূল
  2. বদ্ধ রূপমূল

১- মুক্ত রূপমূল কাকে বলে

যে অর্থপূর্ণ ধ্বনি গুলো অন্য কোনো ধ্বনি সমস্টি ছাড়াই স্বাধিন ভাবে বাক্যে বসে সেগুলো কে সাধারণত মুক্ত অথবা স্বাধীন রূপমূল বলে।

২- বদ্ধ রূপমূল কাকে বলে

যে অর্থপূর্ণ ধ্বনি গুলো স্বাধিন ভাবে বাক্যে বসতে পারেনা বরং অন্য ধ্বনির সহায্য নিয়ে বাক্যে বসে সেগুলো কে বদ্ধ রুপমূল বলা হয়।

About admin

Check Also

বিবাহের ছুটির জন্য আবেদন

বিবাহের ছুটির জন্য আবেদন পত্র এর নমুনা (আপডেটেড নমুনাপত্র)

বিবাহের ছুটির জন্য আবেদন কিভাবে লিখবেন? নিজের বিবাহ অথবা নিজের পরিবারের কারো বিবাহ এর ক্ষেত্রে …