বিদ্যালয়ে লাইব্রেরী স্থাপনের প্রয়োজনীয়তা জানুন
বিদ্যালয়ে লাইব্রেরী স্থাপনের স্থাপনের প্রয়োজনীয়তা অনেক বেশি। একজন শিক্ষার্থীর জ্ঞান অর্জনের পেছনে লাইব্রেরী অনেক বড় ভূমিকা রাখে। আজকের এই প্রতিবেদনের মাধ্যমে বিদ্যালয়ে লাইব্রেরী প্রতিষ্ঠা করার প্রয়োজনীতা নিয়ে আলোচনা করার চেষ্টা করবো।

বিদ্যালয়ে লাইব্রেরী স্থাপনের প্রয়োজনীয়তা জানুন
বর্তমান সময়ে একটি লাইব্রেরীর অনেক চাহিদা জ্ঞান অর্জন করার জন্য। একটি জাতীকে শিক্ষিত করার জন্য পড়াশোনা করার কোনো বিকল্প নেই। লাইব্রেরীর মাধ্যমেই একজন মানুষ নিজের মধ্যে শিক্ষা ও মনুষত্ব তৈরি করতে পারে। তাই লাইব্রেরি প্রতিষ্ঠা করার প্রয়োজনীয়তা অনেক বেশি।
বিশ্বের অনেক বড় বড় শিক্ষা প্রতিষ্ঠান গুলোর দিকে তাকালে আমরা দেখতে পাবো যে সেই বিদ্যালয় গুলোতে লাইব্রেরি রয়েছে। সকল প্রকারের বই লাইব্রেরীতে পাওয়া যায় এবং ছাত্রছাত্রীরা সেখান থেকে জ্ঞান অর্জন করে।
১. জ্ঞান অর্জনের জন্য
জ্ঞান অর্জনের সবচেয়ে জনপ্রিয় স্থান হলো লাইব্রেরি। কারণ এখানে অনেক অনেক গুরুত্বপূর্ণ বই থাকে। যার ফলে যেকোনো বিষয়ে জ্ঞান অর্জন করা খুব সহজ হয়ে যায়।
একটি বিদ্যালয়ে যদি লাইব্রেরি থাকে তাহলে ছাত্রছাত্রীরা খুব সহজেই জ্ঞান অর্জন করতে পারবে। এজন্য বিভিন্ন শ্রেণির বই লাইব্রেরিতে রাখা হয়। আমাদের মধ্যে অনেক ছাত্র থাকে যাদের সকল প্রকার বই কিনা সম্ভব হয় না। তাদের জন্য উন্নতম একটি সহজ উপায় হলো লাইব্রেরিতে গিয়ে বই পড়। তাই বলা যেতেই পারে জ্ঞান অর্জনের জন্য লাইব্রেরির প্রয়োজনীওতা অনেক বেশি।
২. সময় পার করার জন্য
বর্তমান সময়ে সকল বিদ্যালয় গুলোতে টিভিন সময়ে ছাত্রছাত্রীরা সময় পার করার জন্য বাইরে ছোটাছুটি করে। স্কুল কর্তিপক্ষ যদি একটি লাইব্রেরি স্থাপন করে তাহলে সেই সমস্ত ছাত্রছাত্রীরা বাইরে ঘোরাঘুরি করতে পারবেন। তাদের অবসর সময় লাইব্রেরিতে বই পড়েই সময় পার করতে পারবেন।
৩. লেখাপড়ার সাথে সম্পর্ক ভালো রাখার জন্য
বর্তমানে করোনা ভাইরাসের সময় সকল ছাত্রছাতীদের লেখাপড়ার সাথে সম্পর্ক তেমন ভালো নেই। কিন্তু যদি বিদ্যালয়ে লাইব্রেরি স্থাপন করা যায় তাহলে এর ফলে লেখাপড়ার সাথে ছাত্রদের সম্পর্ক ভালো রাখা যায়।
৪. বই সংগ্রহ এর জন্য
বই সংগ্রহয়ের সবথেকে জনপ্রিয় মাধ্যম হলো লাইব্রেরি। প্রতিটা লাইব্রেরিতে অসংখ্য পরিমাণের বই সংগ্রহ করে থাকে। আর একজন দুর্বল ছাত্রর জন্য অসংখ্য বই পড়তে হয়। আমার মতে এজন্য প্রতিটা স্কুল বা কলেজেই একটি করে লাইব্রেরি স্থাপন করা উচিত।
৫. শিক্ষা ও লাইব্রেরির সম্পর্ক গড়ে তোলার জন্য
আমাদের মধ্যে একটা কথা প্রচলিত রয়েছে সেটি হলো শিক্ষার জন্য প্রয়োজন লাইব্রেরি আর লাইব্রেরির জন্য শিক্ষা। শিক্ষা ও লাইব্রেরির সম্পর্ক ভালো রাখার জন্য বিদ্যালয়ের পাশাপাশি লাইব্রেরি স্থাপন করা উটিত।
আরো পড়ুন >> কয়েকটি অনলাইন কোর্সের ওয়েব সাইট
আমাদের শেষ কথা
এই হলো আমাদের আজকের প্রতিবেদন। আসলে একটি বিদ্যালয়ে লাইব্রেরী স্থাপন করা অনেক জরুলী। আপনার মূল্যবান সময় ব্যায় করে আর্টিকেলটি পড়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আর নিয়োমতি পড়াশোনার খবর পেতে হলে আমাদের এই সাইটের সাথেই সবসময় থাকুন।