১৮ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার সিলেবাস (MCQ)

বেসরকারি শিক্ষক নিবন্ধন কর্তৃপক্ষ ২০২৩ সালের ১৮ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার সিলেবাস (MCQ) প্রকাশ করেছে। খুব শীঘ্রই এ পরীক্ষা অনুষ্ঠিত হবে মর্মে বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে। নিবন্ধন পরীক্ষার সার্টিফিকেট অর্জনের জন্য বাংলাদেশের এক ঝাঁক শিক্ষার্থী এ পরীক্ষায় এবার অংশগ্রহণ করবে। প্রথমত প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং এরপর উত্তীর্ণ শিক্ষার্থীদের নিয়ে লিখিত পরীক্ষায় অংশগ্রহণের মাধ্যমে দুটি ধাপ সম্পন্ন হবে। সফলভাবে প্রিলিমিনারি এবং লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের নিয়ে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। এরপর চূড়ান্তভাবে মোখিক পরীক্ষায় উত্তীর্ণ হলে এনটিআরসিএ সারা বাংলাদেশে পদ ফাঁকা সাপেক্ষে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে থাকে। তাই এনটিআরসির প্রিলিমিনারি পরীক্ষায় অংশগ্রহণের নিমিত্ত ইহার সিলেবাস জানা অত্যন্ত জরুরি।

১৮ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার সিলেবাস (MCQ)
১৮ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার সিলেবাস (MCQ)

Table of Contents

১৮ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার সিলেবাস (MCQ)

১৮ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার সিলেবাস (MCQ) এর জন্য এনটিআরসিএ তাদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করেছে। সাধারণত এনটিআরসিএ কলেজ পর্যায়, স্কুল পর্যায়-২ এবং স্কুল পর্যায়ের জন্য সিলেবাস প্রবর্তন করেছে। নিম্নে সিলেবাস সম্পর্কে আলোচনা করা হলো।

কলেজ পর্যায়ের ১৮ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার সিলেবাস:

প্রিলিমিনারি পরীক্ষার জন্য কলেজ পর্যায়ের বিষয় কোড হয় ৪০০। ১ ঘন্টায় ১০০ মার্কের মধ্যে পরীক্ষা অনুষ্ঠিত হয়। এমসিকিউ টাইপ পরীক্ষায় বাংলাতে- ২৫; ইংরেজিতে- ২৫; গণিতে- ২৫ এবং সাধারণ জ্ঞানে ২৫ মার্ক সহ সর্বমোট ১০০ মার্কের মধ্যে পরীক্ষা অনুষ্ঠিত হয়। আসুন এক নজরে সিলেবাসগুলি দেখে নিই।

আরো পড়ুন: নার্সিং পড়ার যোগ্যতা কি কি লাগে – পড়তে কত টাকা লাগে?

ক. বাংলা (Bengali):

১। ভাষারীতি ও বিরাম চিহ্নের ব্যবহার
২। বাগধারা ও বাগবিধি
৩। ভুল সংশোধন বা শুদ্ধকরণ
৪। যথার্থ অনুবাদ
৫। সন্ধিবিচ্ছেদ
৬। কারক বিভক্তি
৭। সমাস ও প্রত্যয়
৮। সমার্থক ও বীপরিতার্থক শব্দ
৯। বাক্য সংকোচন
১০। লিঙ্গ পরিবর্তন

খ. ইংরেজী (English):

1. Completing sentence.
2. Translation Bangla to English.
3. Change of parts of speech.
4. Right forms of verb
5. Fill in the bank word
6. Transformation of speech
7. Synonyms & Antonyms.
8. Idioms and phrase.
9. Use of article
10. Use of preposition.

গ. সাধারণ গণিত ( General math) :

পাটিগণিতঃ

গড়, ল.সা.গু ও গ.সা.গু, ঐকিক নিয়ম, শতকরা, সুদকষা, লাভ ও ক্ষতি, অনুপাত ও সমানুপাত।

বীজগণিত:

উৎপাদক, বর্গ, ঘন সম্বীলত সূত্রাবলি ও প্রয়োগ, গ.সা.গু, বাস্তব সমস্যা সমাধানের বীজগণিতীক সূত্র গঠন ও প্রয়োগ। সূচক ও লগারীদমের সূত্র ও প্রয়োগ।

জ্যামিতিঃ

রেখা, কোণ, ত্রিবুজ, চতুর্ভুজ, ক্ষেত্রফল ও বৃত্ত সম্পর্কিত সাধারণ ধারণা নিয়ম ও প্রয়োগ। পরিমিতি, ত্রিকোণমিতি ধারণা ও সূত্রাবলি ।

ঘ. সাধারণ জ্ঞান (General Knowledge):

  • ১। বাংলাদেশ সম্পর্কিত বিষয়।
  • ২। আন্তর্জাতিক বিষয় ও চলতি সাম্প্রতিক ঘটনাবলি।
  • ৩। বিজ্ঞান, প্রযুক্তি, পরিবেশ এবং রোগ ব্যাধি সম্পর্কিত মৌলিক জ্ঞান, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ।

স্কুল পর্যায়- ২ এর ১৮ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার সিলেবাস:

স্কুল পর্যায়- ২ সাধারণত মাদ্রাসা এবং কারিগরি  স্কুল/ কলেজের জন্য সিলেবাস প্রণিত হয়েছে এখানে।   কলেজ পর্যায়ের মত এ পর্যায়ের পরীক্ষাতেও ১০০ মার্কের ১ ঘন্টায় অনুষ্ঠিত হয়।

আরো পড়ুন: স্কুল-কলেজে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের নতুন এমপিও আবেদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র

ক. বাংলা বিষয়:

১। ভাষারীতি ও বিরাম চিহ্নের ব্যবহার
২। বাগধারা ও বাগবিধি
৩। ভুল সংশোধন বা শুদ্ধকরণ
৪। যথার্থ অনুবাদ
৫। সন্ধিবিচ্ছেদ
৬। কারক বিভক্তি
৭। সমাস ও প্রত্যয়
৮। সমার্থক ও বীপরিতার্থক শব্দ
৯। বাক্য সংকোচন
১০। লিঙ্গ পরিবর্তন

খ. ইংরেজী বিষয়:

1. Completing sentence.
2. Translation Bangla to English.
3. Change of parts of speech.
4. Right forms of verb
5. Fill in the bank word.
6. Transformation of speech
7. Synonyms & Antonyms.
8. Idioms and phrase.

গ. গণিত:

পাটিগণিত:

গড়, ল.সা.গু ও গ.সা.গু, ঐকিক নিয়ম, শতকরা, সুদকষা, লাভ ও ক্ষতি সমানুপাত।

বীজগণিত:

উৎপাদক,বর্গ, ঘন সম্বীলত সূত্রাবলি ও প্রয়োগ, গ.সা.গু,বাস্তব সমস্যা সমাধানের বীজগণিতীক সূত্র গঠন ও প্রয়োগ। সূচক ও লগারীদমের সূত্র ও প্রয়োগ।

জ্যামিতিঃ

রেখা, কোণ, ত্রিবুজ, চতুর্ভুজ, ক্ষেত্রফল ও বৃত্ত সম্পর্কিত সাধারণ ধারণা নিয়ম ও প্রয়োগ।

ঘ. সাধারণ জ্ঞান:

  • ১। বাংলাদেশ সম্পর্কিত বিষয়।
  • ২। আন্তর্জাতিক বিষয় ও চলতি সাম্প্রতিক ঘটনাবলি।
  • ৩। বিজ্ঞান, প্রযুক্তি, পরিবেশ এবং রোগ ব্যাধি সম্পর্কিত মৌলিক জ্ঞান, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ।

স্কুল পর্যায়ের ১৮ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার সিলেবাস:

স্কুল পর্যায়ের ১৮ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার সিলেবাস নিম্নে উল্লেখ করা হলো। এ পর্যায়ের প্রিলিমিনারি পরীক্ষা বিশেষ করে এক ঘন্টায় পূর্ণমান ১০০ তে অনুষ্ঠিত হয়।

ক. বাংলা (Bengali) :

১। ভাষারীতি ও বিরাম চিহ্নের ব্যবহার
২। বাগধারা ও বাগবিধি
৩। ভুল সংশোধন বা শুদ্ধকরণ
৪। যথার্থ অনুবাদ
৫। সন্ধিবিচ্ছেদ
৬। কারক বিভক্তি
৭। সমাস ও প্রত্যয়
৮। সমার্থক ও বীপরিতার্থক শব্দ
৯। বাক্য সংকোচন
১০। লিঙ্গ পরিবর্তন

খ. ইংরেজী (English):

1. Completing sentence.
2. Translation Bangla to English.
3. Change of parts of speech.
4. Right forms of verb
5. Fill in the bank word
6. Transformation of speech
7. Synonyms & Antonyms.
8. Idioms and phrase.

গ. সাধারণ গণিত:

পাটিগণিত:

গড়,ল.সা.গু ও গ.সা.গু, ঐকিক নিয়ম, শতকরা, সুদকষা, লাভ ও ক্ষতি সমানুপাত।

বীজগণিত:

উৎপাদক, বর্গ, ঘন সম্বীলত সূত্রাবলি ও প্রয়োগ, গ.সা.গু, বাস্তব সমস্যা সমাধানের বীজগণিতীক সূত্র গঠন ও প্রয়োগ। সূচক ও লগারীদমের সূত্র ও প্রয়োগ।

জ্যামিতিঃ

রেখা, কোণ, ত্রিবুজ, চতুর্ভুজ, ক্ষেত্রফল ও বৃত্ত সম্পর্কিত সাধারণ ধারণা নিয়ম ও প্রয়োগ।

ঘ. বাংলাদেশ, আন্তর্জাতিক ও সাধারণ বিজ্ঞান:

  • ১। বাংলাদেশ সম্পর্কিত বিষয়।
  • ২। আন্তর্জাতিক বিষয় ও চলতি সাম্প্রতিক ঘটনাবলি।
  • ৩। বিজ্ঞান, প্রযুক্তি,পরিবেশ এবং রোগ ব্যাধি সম্পর্কিত মৌলিক জ্ঞান, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ।

উপসংহার:

উপরের আলোচনার প্রেক্ষিতে বলা যায় যে প্রিলিমিনারি, লিখিত এবং ভাইভা পরীক্ষায় উত্তীর্ণ হতে হলে উপরিউক্ত ২০২৩ সালের ১৮ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার সিলেবাস অনুসরণ করা আবশ্যক। যদি আপনি উক্ত সিলেবাস অনুযায়ী নিজেকে পরিক্ষার জন্য প্রস্তুত করে রাখেন তাহলে সকল পরীক্ষায় অনায়াসে উত্তীর্ণ হবেন। ধন্যবাদ

About admin

Check Also

গুচ্ছ বিশ্ববিদ্যালয় তালিকা

গুচ্ছ বিশ্ববিদ্যালয় তালিকা – কোন কোন বিশ্ববিদ্যালয় গুচ্ছের আওতায় দেখে নিন

গুচ্ছ বিশ্ববিদ্যালয় তালিকা জানতে হলে এই পোস্টটি পুরোটাই পড়তে হবে। শিক্ষার্থীদের অর্থ ও পরিক্ষার ঝামেলা সহজ …