আপনি কি বাস সিমুলেটর বাংলাদেশ ম্যাপ ডাউনলোড করতে চান? আপনারা হয়তো জেনে থাকবেন বাস সিমুলেটর ইন্দোনেশিয়া গেমের মধ্যে বাংলাদেশের ম্যাপ দিয়ে খেলা যায়। কিন্তু বাস সিমুলেটর গেম বাংলাদেশের ম্যাপ অনেকেই খুজে পান না
প্রিয় বাস গেম লাভার গন আজকের আর্টিকেলে জানাবো বাস সিমুলেটর ইন্দোনেশিয়া গেমের মধ্যে কিভাবে আপনি বাংলাদেশের ম্যাপ যুক্ত করবেন ও ডাউনলোড করে নিবেন। তাই পুরো আর্টিকেল টি মনোযোগ দিয়ে পড়তে হবে।

আরো পড়ুনঃ মোবাইলে লাইভ খেলা দেখার উপায় (বিশ্বকাপ ক্রিকেট ২০২৩)
বাস সিমুলেটর বাংলাদেশ ম্যাপ ডাউনলোড
বাস সিমুলেটর বাংলাদেশ ম্যাপ অনেক গুলো আছে। বর্তমানে আমি যে ম্যাপ টি তে খেলতেছি আপনাদের এই ম্যাপ টি দেয়ার চেষ্টা করব। গুগল ড্রাইভের লিংক হওয়ায় আপনারা খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন।
এই পোস্টটি আপনার জন্যঃ ব্লগিং এ সফলতা পেতে হলে ৭টি বিষয় অবশ্যই মেনে চলুন
বাস সিমুলেটর ইন্দোনেশিয়া ম্যাপের কিছু স্ক্রিনশট দেখে নিন –



বাস সিমুলেটর ইন্দোনেশিয়া ম্যাপ টি ডাউনলোড করার পূর্বে আপনার মোবাইলের OBB ফাইল টি চেক করে নিন। OBB ফাইল চেক করার জন্য –
- Z archiver এপ টি ইন্সটল করে ডিভাইস মেমুরি তে যান
- এর পর “Android” ফোল্ডারে গেলে “OBB” নামে একটি ফোল্ডার পাবেন সেখানে ঢুকুন।
- এবার বাস সিমুলেটর ইন্দোনেশিয়া ফোল্ডার টি খুজে বের করুন ও ঢুকুন।
- ঢোকার পরে নিচের মত একটি নাম্বার সহ OBB ফাইল পাবেন।
এখানে যে নাম্বার টি থাকবে ম্যাপ ডাউনলোড করার সময় একই নাম্বারের ম্যাপ ডাউনলোড করবেন অন্যথায় কাজ করবে না। সাধারণত বাস সিমুলেটর ইন্দোনেশিয়া OBB ফাইল দুটি নাম্বারে হয়। দুটো নাম্বারের OBB ফাইল এই নিচে দেয়া আছে।
নাম্বার অনুযায়ী বাস সিমুলেটর বাংলাদেশ ম্যাপ ডাউনলোড হয়ে গেলে এবার আবার OBB ফোল্ডার থেকে আগের থাকা ফাইল টা ডিলিট করে দিয়ে নতুন ফাইল টি এড করে দিন। এবার উপভোগ করুন বাংলাদেশের ম্যাপে খেলার আনন্দ গুলোকে।
Best bus game for android – Top 5 bus game review
আমাদের শেষ কথা
বাস সিমুলেটর বাংলাদেশ ম্যাপ ডাউনলোড – আর্টিকেলে আমরা বাংলাদেশের ম্যাপ OBB ফাইল দিলাম যদি সেট করতে কোনো রকম সমস্যায় পরেন তাহলে আমাদের মন্তব্য করে জানিয়ে দিতে পারেন। ধন্যবাদ সবাইকে।