জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ র‍্যাংকিং – জাতীয় বিশ্ববিদ্যালয়ের সেরা কলেজগুলোর তালিকা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ র‍্যাংকিং – জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ও অনার্স প্রফেশনালে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের একটি কমন সমস্যা হলো- জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোন কলেজে ভর্তি হবো এ নিয়ে সংশয় থাকা। ভালো কলেজে ভর্তি হতে না পারলে লেখাপড়ার মান ও বৃদ্ধি পায় না।

কলেজ যত ভালো হয় অনার্সের লেখাপড়া ও অত ভালো হয়। নরমাল কলেজ গুলোতে সাবজেক্ট থাকে অনেক কম। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় পর্যাপ্ত শিক্ষক না থাকার কারনে অনার্সে নিয়মিত ক্লাস হয়না। এর ফলে মেধাবি শিক্ষার্থীদের নানান সমস্যা মোকাবিলা করতে হয়।

প্রিয় শিক্ষার্থী গন আমাদের আজকের আর্টিকেলে জানাবো জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ র‍্যাংকিং সম্পর্কে। বিভাগ ভিত্তিক কোন কলেজ গুলো এ সম্পর্কে। আপনারা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার কথা ভাবছেন তাদের জন্য আর্টিকেল টি অনেক বেশি সাহায্য করবে কলেজ চয়েজ এর ক্ষেত্রে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ র‍্যাংকিং

সারা দেশ ব্যাপি জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে মোট সরকারি ও বেসরকারি কলেজ রয়েছে ২ হাজার ২৬৮ টি। এর মধ্যে ৮০০ এর অধিক কলেজে স্নাতক সম্মান এর পাঠদান করানো হয়। এ সকল কলেজে স্নাতক সম্মান, স্নাতক পাস, স্নাতক কারিগরি মিলিয়ে মোট সিট সংখ্যা ছিল ৬ লাখ ৪৯ হাজার ৭২ টি। তবে ধারনা করা হয় এবার সিট সংখ্যা আরো বাড়তে পারে। নিচে থেকে দেখে নিন জাতীয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে কোন কলেজ গুলো সেরা-

কলেজ পারফরম্যান্স এর দিক থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে ৮৮১ টি অনার্স ও ডিগ্রি কলেজের মধ্যে সেরা ০৫ টি কলেজ হলো-

  1. রাজশাহী কলেজ – রাজশাহী
  2. সরকারি এডওয়ার্ড কলেজ – পাবনা
  3. সরকারি আজিজুল হক কলেজ – বগুড়া
  4. আনন্দমোহন কলেজ – ময়মনসিংহ
  5. কারমাইকেল কলেজ – রংপুর

জাতীয় পর্যায়ে সেরা ০৫ কলেজ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে বিভিন্ন ক্যাটাগেরিতে জাতীয় পর্যায় সেরা ৭৬ টি কলেজের মধ্যে সেরা ০৫ টি কলেজ হলো-

  • রাজশাহী কলেজ – রাজশাহী
  • ব্রাজমোহন কলেজ  ( বিএম কলেজ)- বরিশাল
  • সরকারি আজিজুল হক কলেজ – বগুড়া
  • সরকারি এডওয়ার্ড কলেজ – পাবনা
  • কারমাইকেল কলেজ – রংপুর

জাতীয় পর্যায় সেরা মহিলা কলেজ

জাতীয় বিশ্ববিদ্যলয়ের মধ্যে জাতীয় পর্যায় সেরা মহিলা কলেজ গুলো হলো-

  • লালমাটিয়া মহিলা কলেজ
  • ঢাকা কমার্স কলেজ
  • রাজশাহী কলেজ

অঞ্চল ভিত্তিক সেরা কলেজ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ র‍্যাংকিং এ দেশের ০৮ টি অঞ্চল থেকে সরকারি ও বেসরকারি মিলিয়ে মোট ৬৮ টি কলেজ সেরা হয়েছে। প্রতিটি অঞ্চল ভিত্তিক সেরা কলেজ গুলোর লিস্ট দেখে নিন নিচ থেকে-

জাতীয় বিশ্ববিদ্যালয়ের বরিশাল  অঞ্চলের সেরা কলেজ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স কলেজের মধ্যে সেরা কলেজ নির্বাচিত হয়েছে ০৪ টি যেগুলো হলো-

১- সরকারি ব্রজমোহন কলেজ ( বিএম কলেজ)

–  সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ

৩- সোহরাওয়ার্দী কলেজ

৪- ভোলা সরকারি কলেজ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ঢাকা অঞ্চলের সেরা কলেজ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে ঢাকা অঞ্চল থেকে মোট ১০ টি কলেজ সেরা হিসেবে নির্বাচিত হয়েছে যেগুলো হলো-

১- কমার্স কলেজ

২- সরকারি সাদত কলেজ

৩- তেজগাও কলেজ (বেসরকারি)

৪- সিদ্ধেশ্বরী ডিগ্রি কলেজ

– লালমাটিয়া মহিলা কলেজ

৬- সিদ্ধেসুশ্বরী গার্লস কলেজ

৭- রাজেন্দ্র কলেজ

– গুরুদয়াল কলেজ

৯- হাবিবুল্লাহ বাহার কলেজ

১০- আদমজী ক্যান্টনমেন্ট কলেজ

জাতীয় বিশ্ববিদ্যালয় রাজশাহী অঞ্চলের সেরা কলেজ

জাতীয় বিশ্ববিদ্যালের মধ্যে রাজশাহী অঞ্চল থেকে সেরা ১০ টি কলেজ হলো-

১- রাজশাহী কলেজ

২- আজিজুল হক কলেজ

৩- এডওয়ার্ড কলেজ

৪- ভবানীগঞ্জ কলেজ

৫- সৈয়দ আহমদ কলেজ

৬- হাজী ওয়াহেদ মরিয়ম কলেজ

৭- সিরাজগঞ্জ সরকারি কলেজ

৮- দাওকান্দি কলেজ

৯- রাজশাহী কোর্ট কলেজ

১০- এন এস সরকারি কলেজ

জাতীয় বিশ্ববিদ্যালয় চট্রগ্রাম অঞ্চলের সেরা কলেজ

  1. সরকারি ভিক্টোরিয়া কলেজ
  2. ফেনী সরকারি কলেজ
  3. চট্রগ্রাম সরকারি কলেজ
  4. সিটি কলেজ
  5. ব্রাক্ষ্মন বাড়িয়া কলেজ
  6. নোয়াখালি সরকারি কলেজ
  7. হজী মুহাম্মদ মহসীন কলেজ
  8. সরকারি মহিলা কলেজ
  9. চাদপুর মহিলা কলেজ

জাতীয় বিশ্ববিদ্যালয় খুলনা অঞ্চলের সেরা কলেজ

  1. বিএল কলেজ
  2. এম এম কলেজ
  3. কুস্টিয়া সরকারি মহিলা কলেজ
  4. সীমান্ত আদর্শ কলেজ
  5. যশোর ক্যান্টমেন্ট কলেজ
  6. ঝিকরগাছা মহিলা কলেজ
  7. এম এস জোহা কলেজ
  8. কুমিরা মহিলা ডিগ্রি কলেজ
  9. খানজাহান আলী আদর্শ কলেজ
  10. যশোর সরকারি মহিলা কলেজ

জাতীয় বিশ্ববিদ্যালয় সিলেট অঞ্চলের সেরা কলেজ

  1. সিলেট এম সি কলেজ
  2. দক্ষিন সুরমা কলেজ
  3. মৌলভি বাজার সরকারি কলেজ
  4. বৃন্দাবন সরকারি কলেজ
  5. সরকারি মহিলা কলেজ
  6. মদনমোহন কলেজ
  7. সরকারী শ্রীমংজ্ঞল কলেজ

জাতীয় বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ অঞ্চলের সেরা কলেজ

  1. আনন্দমোহন কলেজ
  2. জাহানারা লতিফ মহিলা কলেজ
  3. মুমিনুন্নেসা সরকারি কলেজ
  4. ইসলামপুর কলেজ
  5. নেত্রকোনা সরকারি কলেজ
  6. শহীদ স্মৃতি কলেজ
  7. কৃষনপুর হাজী আলী আকবর পাবলিক কলেজ

জাতীয় বিশ্ববিদ্যালয় রংপুর অঞ্চলের সেরা কলেজ

  1. কারমাইকেল কলেজ
  2. দিনাজপুর সরকারি কলেজ
  3. রংপুর সরকারি কলেজ
  4. উত্তর বাংলা কলেজ
  5. হাতিবান্ধা আলিমুদ্দিন কলেজ
  6. বেগম রোকেয়া কলেজ
  7. কুড়িগ্রাম সরকারি কলেজ
  8. লালমনিরহাট সরকারি কলেজ
  9. গাইবান্ধা সরকারি কলেজ
  10. কে বি এম কলেজ
আমাদের শেষ কথা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ র‍্যাংকিং আর্টিকেলে সেরা কলেজ গুলোর তালিকা দিলাম। এখান থেকে আপমার পছন্দের কলেজ টিতে ভর্তি হতে পারেন। কলেজ যত ভালো লেখাপড়ার মান ও ততো ভালো।

আরো পড়ুন-

About admin

Check Also

English Honours 1st year book list

NU Honours English Department Book List All Year – অনার্স ইংরেজি ডিপার্টমেন্ট বইয়ের তালিকা

NU Honours English Department Book List – জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ইংরেজি সাহিত্যের ইতিহাস কোর্সের বইয়ের …