SSC পরীক্ষায় ভালো করার উপায় জানুন

SSC পরীক্ষায় ভালো করার উপায় জানুন

SSC পরীক্ষায় ভালো করার জন্য আপনাকে কিছু নিয়োম মেনে চলতে হবে। কয়েকটি উপায় যদি আপনি মেনে চলতে পারেন তাহলে অবশ্যই বর্তমানে SSC পরিক্ষায় ভালো করতে পারবেন।

 

SSC পরীক্ষায়
ক্লাসে নিয়মিত উপস্থিত হতে হবে ও মনোযোগ দিয়ে লেকচার শুনতে হবে। কেননা SSC পরীক্ষায়কি আসবে বা কি আসতে পারে তা নিয়ে শিক্ষকরা ক্লাসেই কিছু না কিছু ধারণা দিয়ে থাকেন। এছাড়া কঠিন বিষয়গুলো ক্লাসেই শিক্ষকের কাছ থেকে বুঝে নিলে তা অনেকদিন পর্যন্ত মনে থাকে। তাই নিয়মিত ক্লাস লেকচার ফলো করলে পরীক্ষার প্রস্তুতি নেয়া সহজ হয়।

 

১. নোট তৈরি করে পড়ার অভ্যাস গড়ে তুলুন

বর্তমানে যারা এসএসসি পরিক্ষার্থী তারা যদি পরিক্ষায় ভালো করতে চায় তাহলে এই টিপসটি মেনে চলুন। আপনি যখন পড়া মুখস্ত করবেন তখন সেই পড়াটা একটি খাতায় নোট করে রেখে দিন।

এক্ষেত্রে আপনার সুবিধাটি হলো যখন পরিক্ষা আপনার নিকটে চলে আসবে তখন পড়া রিভিশন করতে কোনো অসুবিধা হবে। ফলে আপনার পরিক্ষাও ভালো হওয়ার সম্ভাবনা থাকে। আর এভাবে আপনি এসএসসি পরিক্ষায় ভালো রেজাল্ট করতে পারবেন।

 

২. হাতের লেখা সুন্দর করুন

আমাদের মধ্যে বেশির ভাগ স্টুডেন্ট আছে যারা হাতের লেখার বিষয়ে অতোটা গুরুত্ব দেয় না। আসলে আপনি যদি এমন ধারণা নিয়ে পরিক্ষা দেন তাহলে পরিক্ষায় ভালো করতে পারবেন না।

কারণ আপনি পরিক্ষায় কত নাম্বার পাবেন সেটি নির্ভর করে আপনার হাতের খেলার উপরে। আমার জানা মতে যাদের হাতে লেখা সুন্দয় হয় তাদের খাতা শিক্ষকরা দেখে অনেক সন্তুষ্টি হয়।

যদি কোনো প্রশ্ন ভুলও হয় তাহলে সেটিকে ঠিক করে দেন তারা। আর এভাবে পরিক্ষায় বেশি নাম্বার পাওয়া যাায়। তাই আপনি যদি SSC পরীক্ষায় বেশি নাম্বার পেতে চান তাহলে আজ থেকেই আপনার হাতের লেখা সুন্দর করার প্রেক্টিস করা শুরু করে দিন।

 

হাতের লেখা সুন্দর করুন
অঙ্গবিন্যাস ঠিক করা : সোজা হয়ে বসুন এবং আপনার অনভ্যস্ত হাতটিকে (যেমন ডানহাতিদের ক্ষেত্রে বাঁ হাত) কাগজ বা খাতাটিকে ধরে রাখার জন্য ব্যবহার করুন। হুপার বলেন, ‘লেখার সময় আমি আমার অনভ্যস্ত হাতটিকে সামঞ্জস্য রক্ষার্থে ব্যবহার করি। এটা আমাকে স্থির থাকতে এবং ডান হাতের ওপর নিয়ন্ত্রণ বাড়াতে সাহায্য করে।

 

৩. সব গুলো প্রশ্নের উত্তর দিতে হবে

যারা SSC পরিক্ষর্থী তাদের মধ্যে বেশির ভাগ ছাত্রী ছাত্রীর এই সমস্যাটি হয়ে থাকে। আর সেটি হলো সবগুলো প্রশ্নের উত্তর দিতে পারে না। যদিও প্রশ্নগুলো সব কমন পরে। আর এর মূল কারণ হলো সময় নষ্ট করে না লেখা।

আমরা সাধারণত যেটি করে থাকি সেটি হলো প্রশ্ন পাওয়া সাথে সাথে প্রশ্নটি রিভিশন করি। আর এখানেই সময় অপচয় হয়। আবার অনেকেই যে প্রশ্নটি একটু সমস্যা হচ্ছে সেই প্রশ্নের অনেক সময় কাটিয়ে দেয় সেই প্রশ্নটি শেষ না হওয়া পর্যন্ত।

আপনি যদি সেই প্রশ্নটি না পারেন তাহলে অন্য প্রশ্ন লিখবেন। শেষের সময় টুকুতে বাকি প্রশ্নটি লিখবেন। এভাবে যদি আপনি পরিক্ষা দেন দেখবেন আপনার পরিক্ষার রেজাল্ট অনেক ভালো হবে।

 

৪. নিয়োমিত কোচিং করা

SSC পরীক্ষায় ভালো করার সবথেকে গুরুত্বপূর্ণ যেই বিষয়টি সেটি হলো নিয়োমিত কোচিং করা। আর তার সাথে শিক্ষকের দেওয়া সকল সাজেশন মুখস্ত করা। নিয়োমিত ক্লাস করার মাধ্যমে আপনি পরিক্ষায় কোন প্রশ্নটি আসতে চলেছে সেটি সম্পর্কে কিছুটা হলেও ধারণা পাবেন।

এছাড়াও ক্লাস শিক্ষক যেই বিষয়টি নিয়ে বলছেন সেটিকে একটু গুরুত্ব দিতে হবে। কারণ শিক্ষক যে বিষয়টি পড়াচ্ছেন হয়তো সেটি অনেক গুরুত্বপূর্ণ, যদি ইমপরটেন্ট না হতো তাহলো তিনি নিশ্চয় এটি পড়াতেন না। তাই সবসময় নিয়োমিত ক্লাস করার চেষ্টা করবেন।

 

৫. গ্রুপ স্ট্যাডি করে পরিক্ষা দিন

পরিক্ষার হলে একা একা পরিক্ষা না দিয়ে আশেপাশে যে শিক্ষার্থী থাকবে তাদের সাথে মিলেমিশে পরিক্ষা দিন। কারণ এটি করলে আপনি এবং আপানর আশেপাশের শিক্ষার্থী সকলেরই উপকার হবে। সকলেই পরিক্ষায় ভালো রেজাল্ট করতে পারবেন।

আপনি যদি কোনো একটি প্রশ্ন ভল লেখেণ তাহলে তাহলে পাশের জন্য সেটি ধরিয়ে দেওয়ার সম্ভবনা থাকে। আমি এর বাস্তাব প্রমান অনেকবার পেয়েছি।

 

উপরের এই পদ্ধতিগুলো মেনে চল্লে অবশ্যই আপনি SSC পরীক্ষায়বালো রেজাল্ট করবেন।

উপসংহার

এই হলো আমাদের আজকের প্রতিবেদন। আপনি যদি এবারের এসএসসি পরিক্ষার্থী হয়ে থাকেন তাহলে উপরের এই কয়েকটি টিপস গুলো মেনে চলতে পারেন। দেখবেন আপনার রেজাল্ট অনেক ভালো হবে।

শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিবেদনটি পড়ার জন্য আপনাকে অসখ্য ধন্যবাদন। আর নিয়োমিত লেখাপড়ার আপডেট পেতে আমাদের এই ওয়েবসাইটের সাথই থাকবেন। ধন্যবাদ

About admin

Check Also

১৮ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার সিলেবাস (MCQ)

১৮ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার সিলেবাস (MCQ)

বেসরকারি শিক্ষক নিবন্ধন কর্তৃপক্ষ ২০২৩ সালের ১৮ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার সিলেবাস (MCQ) প্রকাশ করেছে। …