ভয়েস চেঞ্জ করার সফটওয়্যার – জনপ্রিয় ০৫ টি সফটওয়্যার

ভয়েস চেঞ্জ করার সফটওয়্যার – বিভিন্ন সময়ে মজা করার জন্য আমাদের ভয়েস সফটওয়ার গুলো ব্যবহার করতে হয়। ভয়েস চেঞ্জ সফটওয়্যার এর মাধ্যমে আপনি আপনার ভয়েস কে অন্য ধরণের করে ফেলতে পারবেন।

ভয়েস চেঞ্জ করার সফটওয়্যার গুলো আপনারা প্লে স্টোর থেকে ফ্রি তে ইন্সটল করে নিতে পারবেন আপনাদের ফোনে। আপনি যদি ভালো কয়েকটি ভয়েস চেঞ্জ করার সফটওয়্যার খুজে থাকেন তাহলে আজকের আর্টিকেল টি আপনার জন্য।

আজকের আর্টিকেলে জানাবো সেরা ০৫ টি ভয়েস চেঞ্জ করার সফটওয়্যার সম্পর্কে। প্রতিটি সফটওয়্যার এর লিংক আমি দিয়ে দেব। আপনারা মোবাইলে ইন্সটল করে ভয়েস চেঞ্জ করে অনেক মজা করতে পারবেন।

ভয়েস চেঞ্জ করার সফটওয়্যার

নিজের রেকর্ড করা ভয়েস কে বিভিন্ন ধরণের ইফেক্ট এর মাধ্যমে পরিবর্তন করা সম্ভব। এগুলোর মাধ্যমে আপনি ছেলে ভয়েস থেকে মেয়ে ভয়েস করতে পারবেন আবার মেয়ে ভয়েস থেকে ছেলেদের মত ভয়েস করে নিতে পারবেন।

এ ছাড়াও আপনি যদি আপনার ফোনে গান রেকর্ড করে থাকেন তাহলে এই সফটওয়্যার গুলো দিয়ে সহজেই বিভিন্ন ধরণের ইফেক্ট ও অটো টিউন ব্যবহার করতে পারবেন। চলুন এবার দেখে নেই জনপ্রিয় ০৫ টি ভয়েস চেঞ্জ করার সফটওয়্যার সম্পর্কে-

১ – Voice Changer Sound Effects

রেকর্ড করা ভয়েস কে চেঞ্জ করার জন্য অনেক মজাদার একটি সফটওয়্যার হলো এটি। ভয়েস চেঞ্জ করার সফটওয়্যার গুলোর মধ্যে এটা অন্যতম। আপনি চাইলে প্লে স্টোর থেকে ফ্রি তে ইন্সটল করে ব্যবহার করতে পারবেন। এটা দিয়ে আপনি বিভিন্ন ধরণের কারকে ইফেক্ট ব্যবহার করতে পারবেন। চলুন এপ টির সকল বৈশিষ্ট গুলো দেখে নেই-

সফটওয়্যার বৈশিষ্ট-

  • হাই কোয়ালিটি তে আপনি আপনার ভয়েস রেকর্ড করতে পারবেন।
  • মিউজিক শুনতে পারবেন অসংখ্য ইফেক্ট এর মাধ্যমে।
  • রেকর্ড করা ভয়েস গুলো সাউন্ড বাড়াতে পারবেন।
  • অটো টিউন ব্যবহার করতে পারবেন।
  • মেয়ে কন্ঠ বানাতে পারবেন।
  • ছেলেদের কন্ঠ বানাতে পারবেন।

এ ছাড়াও আপনি অসংখ্য অনেক গুলো ফিচার এই ভয়েস চেঞ্জ করার সফটওয়্যার টির মধ্যে পেয়ে যাবেন।

১২০০ টাকার মধ্যে বাটন মোবাইল – 1200 TK button Mobile Phone

২ – Funny Voice Changer Effect

ভয়েস চেঞ্জ করার সফটওয়্যার গুলোর মধ্যে আমাদের দ্বিতীয় নাম্বারে যে সফটওয়্যার টি আছে সেটা হলো এটা। এই সফটওয়্যার টি দিয়ে আপনি বিভিন্ন ধরণের মজাদার ইফেক্ট ব্যবহার করতে পারবেন। বিশেষ করে, ছেলে বাচ্চাদের ভয়েস কে বয়স্ক মানুষের ভয়েস এর মত করে নিতে পারবেন। নিচে সফটওয়্যার টির বৈশিষ্ট গুলো দেখে নিন-

সফটওয়্যার টির বৈশিষ্টঃ

  • ভয়েস এর মধ্যে এম্বুলেন্স এর সাউন্ড ইফেক্ট দিতে পারবেন।
  • ভয়েস এর ব্যাকগ্রাউন্ড সাউন্ড এ বৃষ্টি পরা, গাড়ি চলা ইত্যাদি সাউন্ড দিতে পারবেন।
  • এখানে আপনি লেখা লিখে দিলে সেটা পড়ে শোনাবে।
  • সহজেই আপনার রেকর্ড ও এডিট করা সাউন্ড গুলো স্টোরেজে সেভ করে রাখতে পারবেন।

আরো বেশ কিছু ইফেক্ট রয়েছে যেগুলো ব্যবহার করতে হলে আপনাকে এই ভয়েস চেঞ্জ করার সফটওয়্যার টি ইন্সটল করে নিতে হবে।

মোবাইলে ভিডিও এডিটিং সফটওয়্যার – Best mobile video editing App 2023

৩ – Fast Tuner

ভয়েস চেঞ্জ করার সফটওয়্যার এর তালিকায় আমাদের তিন নাম্বারে যে সফটওয়্যার টি আছে এটা দিয়ে আপনারা বিভিন্ন ধরণের টিউন যুক্ত করে নিতে পারবেন। টিউন গুলোর মধ্যে অনেক ভালো কিছু টিউন থাকায় আপনার রেকর্ডিং কে আরো উন্নত মানের করতে পারবেন। নিচে ভয়েস চেঞ্জ করার সফটওয়্যার টির বৈশিষ্ট গুলো দেখে নিন-

সফটওয়্যার টির বৈশিষ্ট –

  • এটাতে অটো ভয়েস রেকর্ডার চালু করতে পারবেন।
  • যে কোনো গানের ইফেক্ট পরিবর্তন করতে পারবেন।
  • সাউন্ড এর স্পিড বাড়াতে কমাতে পারবেন।
  • বিভিন্ন ধরণের ইফেক্ট এর মাধ্যমে সাউন্ড আরো মজাদার ও সুন্দর করতে পারবেন।

৪ – Voice Editor

ভয়েস চেঞ্জ করার সফটওয়্যার গুলোর মধ্যে আমাদের চার নাম্বারে যে সফটওয়্যার টি আছে এটা দিয়ে আপনি আপনার রেকর্ডকৃত সাউন্ড গুলো ভালো ভাবে এডিট করতে পারবেন। অডিও এর বাড়তি অংশ সহজেই কেটে নিতে পারবেন। এ ছাড়াও বিভিন্ন ধরণের ইফেক্ট তো আছেই। সাউন্ড এর পিচ পরিবর্তন সহ বেশ কিছু অটো টিউন ইফেক্ট ব্যবহার করতে পারবেন। ভয়েস চেঞ্জ করার সফটওয়্যার টির বৈশিষ্ট দেখে নিন-

সফটওয়্যার টির বৈশিষ্ট –

  • প্রফেশনাল ভাবে অডিও এডিট করতে পারবেন।
  • প্রচুর পরিমানে সাউন্ড ইফেক্ট যুক্ত করতে পারবেন।
  • ফানি কিছু ইফেক্ট এর মাধ্যমে মজা করতে পারবেন।
  • হোয়াটসএপ এ ফানি সাউন্ড গুলো সেন্ড করতে পারবেন।

বাস সিমুলেটর বাংলাদেশ ম্যাপ ডাউনলোড – Bus Simulator Bangladesh Map

৫ – Video Voice Changer Pro

ভয়েস চেঞ্জ করার সফটওয়্যার গুলোর তালিকায় সর্বশেষ যে সফটওয়্যার টি আছে সেটা হলো এটি। এটা দিয়ে আপনি যে কোনো ভিডিও এর ভয়েস চেঞ্জ করতে পারবেন। বিশেষ করে, যারা ভিডিও তৈরি করতে পছন্দ করেন তাদের কাছে সফটওয়্যার টি ভালো লাগবে। নিচে সফটওয়্যার টি বৈশিষ্ট দেখে নিন –

সফটওয়্যার টির বৈশিষ্ট –

  • ভিডিও তে যে কোনো স্থানে সাউন্ড এর পরিবর্তন করা যাবে।
  • বিভিন্ন বয়সের ভয়েস ইফেক্ট এখানে রয়েছে।
  • আপনার নিজের ভয়েস রেকর্ড করে দিতে পারবেন।
  • আপনার মন মতো ভয়েস ইফেক্ট তৈরি করতে পারবেন।

আমাদের শেষ কথা

ভয়েস চেঞ্জ করার সফটওয়্যার – আর্টিকেলে দেয়া সফটওয়্যার গুলো ইন্সটল করে দেখতে পারেন। যদি উপকৃত হোন তাহলে আর্টিকেল টি শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সকল কে।

About admin

Check Also

আসল ভিটমেট ডাউনলোড করব কিভাবে

আসল ভিটমেট ডাউনলোড করব কিভাবে বিস্তারিত দেখে নিন

আসল ভিটমেট ডাউনলোড করব কিভাবে – বর্তমানে মোবাইল ফোনে ইউটিউব থেকে কিছু ডাউনলোড করার জন্য …