Parts of Speech কাকে বলে – কত প্রকার

Parts of Speech কাকে বলে?

সংজ্ঞা- বাক্যে ব্যবহার করা প্রতিটি শব্দ কে এক একটি Parts of speech বলে। যেমন- She is a good girl ( এখানে প্রতিটি বাক্য যথাক্রমে she, is, a , good, girl প্রতিটি হলো এক একটি parts of speech.

Parts of speech এর প্রকারভেদ

Parts of speech মোট আট প্রকার। যেগুলো হলো-

  1. Noun – বিশেষ্য
  2. Pronoun – সর্বনাম
  3. Adjective – বিশেষন
  4. Verb – ক্রিয়া
  5. Adverb – ক্রিয়া বিশেষন
  6. Preposition –  পদাম্বয়ী অব্যয়
  7. Conjunction – সংযোজক অব্যয়
  8. Interjection – আবেগসূচক অব্যয়

1 – Noun কাকে বলে

যে শব্দ দ্বারা কোনো ব্যাক্তি, বস্তু, স্থান কাল ইত্যাদিন নাম বোঝায় তাকে noun বলে। যেমনNadir is a best boy, Bangladesh is our country.

বাক্যে (Bangladesh) একটি স্থানের নাম তাই এটি Noun.

2- Pronoun কাকে বলে?

Noun এর পরিবর্তে যে সকল যে সকল শব্দ ব্যবহুত হয় তাকে Pronoun বলা হয়। যেমনHe is good boy, You are so funny

Pronoun এর যে সকল শব্দ বসে- he, you, they, our, your, our, what, these, her, his ইত্যাদি।

বাক্যে (he) নামের বদলে বসেছে তাই এটি pronoun.

3- Adjective কাকে বলে?

যে শব্দ দ্বারা Noun এবং Pronoun এর দোষ, গুন, অবস্থা, পরিমান, সংখ্যা ইত্যাদি বোঝায় তাকে Adjective বলে। যেমন– He is a poor man, She is happiest girl

বাক্যে (poor) দ্বারা অবস্থা বোঝানো হয় তাই এটি adjective.

আরো পড়ুন- 

4- Verb কাকে বলে?

যে শব্দ দ্বারা বাক্যের কোনো কাজ করা বুঝায় তাকে Verb বলে। যেমন- Karim goes to school, Nadir reads

বাক্যে (reads) দ্বারা পড়া বোঝায় তাই এটি verb.

5- Adverb কাকে বলে?

যে শব্দ দ্বারা Verb, adjective কে বিশেষায়িত করা হয় তাকে adverb বলে। যেমন- He walks very slowly

বাক্যে (very) একটি adverb.

6- Preposition কাকে বলে?

যে শব্দ noun/pronoun এর পূর্বে বসে noun/pronoun এর সাথে অন্য কোনো শব্দের সাথে সম্পর্ক স্থাপন করে তাকে Preposition বলে। যেমন– The mobile is on the table.

বাক্যে (on) একটি preposition.

7- Conjunction কাকে বলে?

যে শব্দ দুই বা তার অধিক word,phrase,clause এর মধ্যে সংযোগ ঘটায় তাকে Conjunction বলা হয়। যেমন- Mahfuj and Mamun are two brother.

বাক্যে (and) দ্বারা দুটো শব্দ কে যোগ করা হয়েছে তাই এটি Conjunction.

8- Interjection কাকে বলে?

যে শব্দ দ্বারা আবেগ, ভয়, ঘৃনা ইত্যাদি প্রকাশ পায় তখন তাকে Interjection বলা হয়। যেমন- Hurrah ! we did it

বাক্যে ( Hurrah ) দ্বারা খুসি বোঝাচ্ছে তাই এই শব্দটি Interjection.

Parts of speech PDF

PDF Link- Parts of Speech

About admin

Check Also

নস্টালজিক এর বাংলা অর্থ

নস্টালজিক এর বাংলা অর্থ জেনে নিন

নস্টালজিক এর বাংলা অর্থ নস্টালজিক শব্দটির সাথে আমরা প্রায় সবাই কম বেশি পরিচিত। জীবনে এমন …